• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

সুযোগ পেলে জন্মস্থান সৈয়দপুরের মানুষের সেবা করব: বেবী নাজনীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৫:২০ পিএম
সুযোগ পেলে জন্মস্থান সৈয়দপুরের মানুষের সেবা করব: বেবী নাজনীন

আগামী সংসদ নির্বাচনে সুযোগ পেলে জন্মস্থান সৈয়দপুর ও কিশোরগঞ্জের মানুষের সেবা করবো বলে মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেবী নাজনীন। 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

এই শিল্প বলেন ‘ফ্যাসিস্টদের কারণে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছি। বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ায় আমাকে কোণঠাসা করা হয়েছে। শুধু বিএনপি নয়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারাই কথা বলেছে তারাই নির্যাতিত হয়েছে। তাদের আমালে সারাদেশ পরিণত হয়েছিল অত্যাচারের রাজত্ব।’

বেবী নাজনীন বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখনও দেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের সেই ষড়যন্ত্র মোকাবিলা করে সবাই এক হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। এ লক্ষ্য সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি কাজ করে যাচ্ছে। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সুন্দর এবং বৈষম্যহীন বাংলাদেশ।”

আগামী নির্বাচনে অংশ গ্রহন নিয়ে কণ্ঠশিল্পী বলেন, “এখন একটাই কাজ। সেটা হল- তারেক রহমানের নির্দেশনা ও পরিকল্পনায় দলকে সুসংগঠিত করা। নির্বাচন নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। এ বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবে তাই সবাই মনে নেবেন। তবে সুযোগ পেলে তার জন্মস্থান সৈয়দপুর ও কিশোরগঞ্জের মানুষের সেবা করব।”

পরে বিমানবন্দর থেকে বের হয়ে সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়নের পাঠান পাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাত বেবী নাজনীন। এরপর দুপুরে দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

এসময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি, সৈয়দপুর ও কিশোরগঞ্চ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!