• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আমি ফ্লপ হিরো নই, আমার চ্যালেঞ্জ শাকিব খানের সঙ্গে : কাজী মারুফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ১১:৪৫ এএম
আমি  ফ্লপ হিরো নই, আমার চ্যালেঞ্জ শাকিব খানের সঙ্গে :  কাজী মারুফ
কাজী মারুফ- শাকিব খানঅ ছবি: কোলাজ

আমি  ফ্লপ হিরো নই, আমার ঈদের সিনেমা নিয়ে চ্যালেঞ্জ করবো সুপারস্টার  শাকিব খানের সঙ্গে বলে মন্তব্য করেছেন ‘ইতিহাস’–খ্যাত নায়ক কাজী মারুফ। এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘গ্রিন কার্ড’। সম্পূর্ণ যুক্তরাষ্ট্রে চিত্রায়িত ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন কাজী হায়াৎ ও রওশন আরা নীপা। গল্প ও সংলাপ লিখেছেন কাজী মারুফ। ছবির প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।

অনেক দিন ধরেই পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করেন কাজী মারুফ। ঈদে ছবিটির মুক্তি উপলক্ষে গত ১৪ ফেব্রুয়ারি পরিবারসহ দেশে ফিরেছেন এই অভিনেতা। মুক্তির বিষয়টি প্নিশ্চিত করে কাজী মারুফ বলেন, ‘ঈদুল ফিতরেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিচ্ছি ছবিটি। আগামী সোমবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সেন্সর পাওয়ার কথা আছে ছবিটির। সেন্সর পাওয়ার পরপরই ছবির প্রচারে নেমে পড়ব।’

ঈদে কেন?—জানতে চাইলে ঢাকাই ছবির একসময়কার জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘গত বছর ফেব্রুয়ারিতে ছবির শুটিং শেষ হয়েছে। যখন থেকে ছবির কাজ শুরু করি, তখনই সিদ্ধান্ত ছিল, এটি ঈদে মুক্তি দেব। তা ছাড়া সময়টা উৎসবমুখর থাকে। বছরের অন্য সময় বাংলাদেশের দর্শক এখন ওভাবে সিনেমা দেখেন না। এ কারণেই সময়টা বেছে নেওয়া।’

তবে এই নায়কের মন্তব্য, ‘আর আমি তো ফ্লপ নায়ক নই যে আমার ছবি ঈদে আসবে না। ঈদে শাকিব খানের ছবিও আসছে। আমার আর শাকিব খানের সিনেমায় এবারের ঈদ জমবে। একটা প্রতিযোগিতাও তৈরি হবে। দর্শকও দুই ধরনের ছবি উপভোগ করার সুযোগ পাবেন।’

প্রায় চার বছর পর কাজী মারুফের সিনেমা মুক্তি পাবে। তাই ছবিটি নিয়ে প্রত্যাশাও আছে এই নায়কের। তিনি বলেন, ‘আমার তো একটা দর্শক আছেই। প্রত্যাশা ভালো, তবে ভয়ও আছে। সেই “ইতিহাস” ছবি থেকেই তো প্রেক্ষাগৃহে পরীক্ষা দিয়েই যাচ্ছি। সিনেমার সব পরীক্ষায় প্রথম হয়েছি।’

ছবিতে কাজী মারুফের ছয় বছরের মেয়ে কাজী আরিশাও অভিনয় করেছে। এ ব্যাপারে ‘ইতিহাস’–খ্যাত এই নায়ক বলেন, ‘ছোটবেলায় আমার সিনেমা দেখে দেখে মেয়ে বলত, আমি “সিমানা” কব্বো। সিনেমা নামটি পরিষ্কার করে বলত পারত না। এই ছবি তৈরির আগে মেয়ের কথাও ভেবেছি। তার ইচ্ছা পূরণ করেছি। ঈদের দিন মেয়েকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে বসে সিনেমাটি দেখব। আরিশা বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত আছে।’

বাংলাদেশে বসে অনেকে মনে করেন, যুক্তরাষ্ট্রে টাকা উড়ে বেড়ায়। আসলে ব্যাপারটি তা নয়। এ ছাড়া বেআইনি ভাবে যাঁরা সেখানে থাকেন, ভবিষ্যতে তাঁদের ও তাঁদের পরিবারের ওপর এর প্রভাব কী পড়তে পারে—এসব নিয়ে ছবির কাহিনি এগিয়েছে।

‘গ্রিন কার্ড’ ছবিতে আরও অভিনয় করেছেন হিল্লোল, নওশীন, নুসরাত টিশাম, নাজিদা সাঈদ, আকাশ রহমান, ডিজে সোহেল প্রমুখ।
এদিকে মারুফ জানিয়েছেন, বাংলাদেশে মুক্তির পরপর যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াতে একযোগে মুক্তি পাবে ছবিটি।

Link copied!