• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তির কয়েক ঘণ্টা পর অনলাইনে ফাঁস ‘জওয়ান’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০৫:০৫ পিএম
মুক্তির কয়েক ঘণ্টা পর অনলাইনে ফাঁস ‘জওয়ান’
‘জওয়ান’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। এদিকে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে সিনেমাটি নেটদুনিয়ায় ফাঁস হয়েছে।  

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমাটি মুক্তির কয়েক ঘন্টার মধ্যেই পাইরেসির শিকার হয়েছে। অনলাইনে বিভিন্ন প্লার্টফর্মে দেখা যাচ্ছে ‘জওয়ান’র এইচডি কোয়ালিটির প্রিন্ট। টরেন্ট ওয়েবসাইট কিংবা তামিল রকার্স, টেলিগ্রাম, মুভিরুলসেও পাওয়া যাচ্ছে সিনেমাটি।  

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে বিশ্বব্যাপী ১০ হাজার হলে মুক্তি পেয়েছে জাওয়ান। এর মধ্যে বাংলাদেশের ৪৮ প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। শাহরুখের নতুন এই ছবি মুক্তির আগেই ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা চোখে পড়েছে।

মুক্তির পর সিনেমাটি দেখে দর্শকরাও ভূয়সী প্রশংসা করছেন। এরই মাঝে ‘জওয়ান’ ফাঁস হওয়ার খবরটি হতাশ করেছে শাহরুখ ভক্তদের। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি শাহরুখ কিংবা পরিচালক অ্যাটলি কুমার।

জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন দক্ষিণি নারী সুপারস্টার নয়নতারা, বিজয় থালাপতি প্রমুখ। সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে বলিউড তারকা দীপিকা পাডুকোনকে।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পণ্য আমদানি-রপ্তানি চুক্তি ‘সাফটা’র আওতায় ‘জওয়ান’ বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এর বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি করা হয়েছে শাকিব খানের ‘নবাব এলএলবি’।

Link copied!