• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

হলিউড স্টাইলে ‘ডেডবডি’, ট্রেলার প্রশংসিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪, ০৩:২১ পিএম
হলিউড স্টাইলে ‘ডেডবডি’, ট্রেলার প্রশংসিত
পোস্টার ডেডবডি। ছবি: ফেসবুক থেকে

হলিউড স্টাইলে নির্মিত ভৌতিক গল্পের সিনেমা ‘ডেডবডি’। সিনেমাটিপরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। শুক্রবার (৫ এপ্রিল)  বিকালে এফডিসিতে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হয়েছে ‘ডেডবডি’ট্রেলার।  ট্রেলার দেখে প্রশংসা করেছেন আমন্ত্রিত অতিথিরা ।

নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমাদের ছোট ভাই মোহাম্মদ ইকবাল সিনেমাটি হলিউডের স্টাইলে বানিয়েছে।  অ্যানিমেশনগুলো দুর্দান্ত হয়েছে! আমার মন বলছে এ সিনেমা ঈদে খুব ভালো ব্যবসা করবে।’

অ্যাকশন, রোমান্সে ভরপুর সিনেমাটির দুটি পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টার দুটিতে ছিল রহস্য, অ্যাকশনের আভাস। ‘ডেডবডি’ সিনেমায় দেখা যাবে শ্যামল মাওলাকে। তিনি এখানে বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে হাজির হবেন। তার সঙ্গে আছেন জনপ্রিয় চিত্রনায়ক জিয়াউল রোশান ও মিষ্টি জাহান।

মোহাম্মদ ইকবাল পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার এনিসহ অনেকে। ঈদে মুক্তি পাচ্ছে ভৌতিক গল্পের সিনেমা ‘ডেডবডি’।  

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!