• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আবারও ডিবি কার্যালয়ে হিরো আলম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩, ০৭:০২ পিএম
আবারও ডিবি কার্যালয়ে হিরো আলম
হিরো আলম, ছবি: সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে আবারও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন। হিরো আলম নিজেই সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদমাধ্যমকে হিরো আলম বলেন, ‘‘ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আমার ওপর যারা হামলা চালিয়েছে তাদের সবার তথ্য আমি ডিবিতে দিয়েছি। ওই দিন আমার সঙ্গে যারা ছিলেন তারা ডিবিতে জবানবন্দি দিয়েছেন। ডিবি থেকে আমাকে বলা হয়ছে, যারা আমার ওপর হামলা চালিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, সবার বিচার হবে।’’

হিরো আলম আরও বলেন, ‘‘আমি সব সময় আইনের ওপর ভরসা করি। তারা যা কিছু করবেন, সব কিছু ভালো করবেন, এটা আমার আস্থা।’’

এর আগে গত ২০ জুলাই ডিবি কার্যালয়ে গিয়েছিলেন হিরো আলম। ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনের দিন তার ওপর হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গিয়েছিলেন সেসময়।

Link copied!