• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

আবারও হাসপাতালে হিরো আলম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ১০:০৯ পিএম
আবারও হাসপাতালে হিরো আলম

আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম।

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় হিরো আলমের সহকারী লিমন আহমেদ হাসপাতালে ভর্তির বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

লিমন আহমেদ বলেন, “সোমবার (১৭ জুলাই) হাসপাতাল থেকে বাসায় এসে চিবিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন হিরো আলম। আজ (মঙ্গলবার) বিকেলে তার শরীর খারাপ হওয়ায় আবারও হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসকের পরামর্শে তার চিকিৎসা চলছে।”

এর আগে মঙ্গলবার হাসপাতাল থেকে ফেসবুক লাইভে আসেন হিরো আলম। এ সময় তিনি বলেন, রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার ওপর যে হামলা হয়েছে, তখন পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারতো। কিন্তু তা করেনি পুলিশ।

হিরো আলম বলেন, “পুলিশের ওপর থেকে আমার আস্থা হারিয়ে গেছে। পুলিশ জনগণের বন্ধু না। পুলিশ হলো সরকারের বন্ধু। এ সরকারের অধীনে যেমন নির্বাচন সুষ্ঠু হতে পারে না, তেমন পুলিশ জনগণের বন্ধু হতে পারে না। জনগণের বন্ধু হলে পুলিশ কিন্তু সেদিন আমার পাশে থাকতো।”

সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের ভোটগ্রহণের দিন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গেলে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা হয়। তাকে সড়কে ফেলে করা হয় মারধর।

Link copied!