• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

‘ক্যাসিনো’ সিনেমার পেছনের গল্প জানালেন নিরব


মেজবা রহমান
প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ০৩:২১ পিএম
‘ক্যাসিনো’ সিনেমার পেছনের গল্প জানালেন নিরব

ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অভিনেতা নিরব হোসেন ও অভিনেত্রী বুবলী অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ক্যাসিনো’। শুটিং শেষ হওয়ার প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে সিনেমাটি। ‘ক্যাসিনো’ নিয়ে সংবাদ প্রকাশকে দেওয়া এক সাক্ষাৎকারে নানান প্রশ্নের উত্তর দিয়েছেন সিনেমাটির নায়ক নিরব।

দীর্ঘ তিন বছর পরে ক্যাসিনো সিনেমার মুক্তি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে নিরব বলেন, “শুটিং শেষ করার পরপর ছবিটি মুক্তি পেলে হয়তো ভালো হতো। তবে কোভিডসহ কিছু সমস্যার কারণে সেটা সম্ভব হয়নি। তবে দেরিতে হলেও একটা প্ল্যানিং, একটা ফাইট করার মতো জায়গা সবকিছু মিলে সিনেমাটি মুক্তি পাওয়া প্রয়োজন ছিল। ভালো গল্পের সিনেমা এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শকের কাছে খারাপ লাগবে না সিনেমাটি।”

ক্যাসিনো সিনেমাতে দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ থাকবে কি না? এমন প্রশ্নের উত্তরে নিরব বলেন, “অবশ্যই থাকবে। ক্যাসিনো নিয়ে মেসেজ বলতে, দেশে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনোর বিরুদ্ধে সরকারি অভিজানের গল্প উঠে এসেছে ক্যাসিনো সিনেমাতে।” দীর্ঘদিন পরে মুক্তি পেলেও সিনেমা হলে শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে বিশ্বাস করেন এই অভিনেতা।

সৈকত নাসির পরিচালিত সিনেমাটিতে নিরব-বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের। ২০১৯ সালে সিনেমাটির শুটিং শুরু হয়, শেষ হয় ২০২০ সালে।

 

 

Link copied!