• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

দায়িত্বকালের মধ্যেই চলচ্চিত্রশিল্পের সমস্যা সমাধানে কাজ করবেন ফারুকী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৫:১৫ পিএম
দায়িত্বকালের মধ্যেই চলচ্চিত্রশিল্পের সমস্যা সমাধানে কাজ করবেন ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

চলচ্চিত্রশিল্পের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শিল্পকলা একাডেমিতে ঢাকা বিভাগের চলচ্চিত্র ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এ সময় একই সঙ্গে তিনি নিজের দায়িত্বকালের মধ্যেই এই সমস্যাগুলো সমাধানে কাজ শুরু করে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন।

ফারুকী আরো বলেন, ‘বাংলাদেশে অনুদানের তৈরি করা ছবি মানুষ দেখে না। রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে ফান্ড তৈরি করে সিনেমা বানানো উচিত। দেশে একটি নতুন প্রজন্ম সংস্কৃতিমনা হয়েছে, যারা রাষ্ট্রের কোনো সহযোগিতা নিয়ে বড় হয়নি। নতুনরা সবাই ব্যক্তিগত উদ্যোগে গল্প বলার দিকে এগিয়েছে।’

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!