• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ঈদে মুক্তি পাবে মিমের অভিনীত দুটি কাজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২৩, ০৮:৫২ পিএম
ঈদে মুক্তি পাবে মিমের অভিনীত দুটি কাজ

কোরবানির ঈদে মুক্তি পাবে বিদ্যা সিনহা মিম অভিনীত ছবি ‘অন্তর্জাল’ ও ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। হাতে আছে আরও একটি কাজ ‘আমি ইয়াসমিন বলছি’।

কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। চলছে ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’ এর শেষ মুহূর্তের কাজ। শুটিং স্পটে থাকা অবস্থায় মিমের দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’ মুক্তি পাবে কোরাবানির ঈদে। এখন সিরিজটির প্রমোশনাল কিছু দৃশ্যের শুট চলছে। বড় সেট, অনেক কলাকুশলী। যেহেতু অনলাইন প্ল্যাটফরম ‘হইচই’-এর সিরিজ এটি, সেটে হৈচৈ তো একটু হবেই।’

‘অন্তর্জাল’ ছবিটিও ঈদে মুক্তি পাবে.. এমন কথায় তিনি বলেন, ‘আর বলবেন না!... কি যে দৌড়ের মধ্যে আছি বলে বোঝাতে পারব না। আজ ‘মিশন হান্টডাউন’-এর জন্য কাজ করছি, কাল আবার ‘অন্তর্জাল’-এর প্রমোশনে মিটিং ডেকেছেন পরিচালক দীপংকর দীপন দাদা। ঈদ পর্যন্ত টানা ছবিটির প্রমোশনে কাজ করতে হবে সবার।’

তার পরবর্তী ছবি ‘আমি ইয়াসমিন বলছি’ ছবির খবর জানতে চাইলে মিম বলেন, ‘এত দিনে শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে ছবির অভিনেতার জন্য সময়ক্ষেপণ হচ্ছে। আমার সঙ্গে পরিচালক সুমন ধর কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিতে চান। এরই মধ্যে কয়েকবার কলকাতায় গিয়ে তাঁর সঙ্গে মিটিংও করেছেন। যত দূর জানি, এখন সব ঠিক আছে। শুধু শিডিউলটা ব্যাটে-বলে মিললেই শুটিং শুরু হবে।’

এর আগে মিম ‘পরাণ’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। ৩ জুন কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যাবেন তিনি। ‘পরাণ’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন। সেখানে কিছুদিন থাকবেন বলেও জানিয়েছেন। এরপর দেশে ফিরে আরো কয়েকটি শো-এর ব্যাপারে কথা বলবেন। সেগুলো হওয়ার কথা আমেরিকা, কানাডা ও দুবাইয়ে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!