• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ঈদের ইত্যাদি মাতবে সিয়াম-মেহজাবীনের নাচে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৬:০৬ পিএম
ঈদের ইত্যাদি মাতবে সিয়াম-মেহজাবীনের নাচে
ইত্যাদিতে নাচ শেষে একসঙ্গে মেহজাবিন চৌধুরী, হানিফ সংকেত ও সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত

এবারের ঈদের ইত্যাদি  মাতবে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও মেহজাবীনের নাচে। এই দুজনকে একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে। দুজনই তুমুল নেচেছেন আসছে ঈদের ঈত্যাদিতে। তাদের সঙ্গে ছিল একদল নৃত্যশিল্পী।
এবারের নাচে বরাবরের মতোই সমাজের বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি তুলে ধরা হয়।

এবারের দলীয় সংগীতের বিষয় মোবাইলের বিভিন্ন অ্যাপসের ব্যবহার নিয়ে। এসব অ্যাপসের লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। এই পর্বে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও মডেল সিয়াম আহমেদ এবং টিভি পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীবৃন্দ।

গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন।
নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায় শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত এই দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে।

প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ০৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

Link copied!