• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

অনলাইন বেটিং নিয়ে জেরার মুখে রণবীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৩, ০১:১২ পিএম
অনলাইন বেটিং নিয়ে জেরার মুখে রণবীর
অভিনেতা রণবীর সিং। ছবি: সংগৃহীত

ভারতের এনফোর্সমেন্ট দপ্তরের (ইডি) জেরার মুখে পড়তে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। আগামী শুক্রবার (৬ অক্টোবর) ইডির দপ্তরে তলব করা হয়েছে এই অভিনেতাকে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্যা ওয়ালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কোনো এক অনলাইন জুয়ার অ্যাপের প্রচারের জন্য টাকা নিয়েছিলেন রণবীর। সেই সূত্রেই বিপদে পড়লেন অভিনেতা। সে বিষয়ে জিজ্ঞাসা করতেই দপ্তরে ডেকেছে ইডি।

সংবাদমাধ্যমটি আরও জানায়, একটি অ্যাপের বিজ্ঞাপনের জন্য চুক্তি হয়েছিল রণবীর কাপুরের সঙ্গে। সেই চুক্তি আবার করেছিলেন মহাদেব বুক অ্যাপ প্রমোটার বলে একটি সংস্থা। শোনা যাচ্ছে তাদের থেকেই নগদ টাকা নিয়েছিলেন রণবীর। রণবীরের পাশাপাশি এই সংস্থাও রয়েছে ইডির নজরে।

এদিকে শুধু রণবীরই নয়, এই সংস্থার কান টানলে বলিউডের আরো অনেক বড় বড় মাথা সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা ইডি। 

Link copied!