সম্প্রতি ইমামদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। একটি ভিডিও ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়াজুড়ে সমালোচনার ঝড়ে পড়েন জায়েদ। অনেকেই জায়েদ খানকে বর্জনের ডাক দিয়ে তাকে ক্ষমা চাইতে বলেন। এমন পরিস্থিতির মধ্যে ক্ষমা চেয়েছেন জায়েদ খান। পাশাপাশি ওই ভিডিওতে তার বক্তব্য এডিট করা হয়েছে বলেও দাবি করেছেন জায়েদ খান।
এদিকে বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ২টায় জায়েদ খান তার ফেসবুকে মুফতি শামীম মজুমদার, চেয়ারম্যান শানে সাহাবা খতিব কাউন্সিল, মুফতি শরীফ উল্লাহ তারেকী, মহাসচিব,শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ (ইমাম-খতিবদের একমাত্র জাতীয় সংগঠন) এই তিনজনের হাতে একটি ক্যালেন্ডার দিয়ে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা।
বিস্তারিত আসছে…
এই পোস্ট দেখে নানা কমেন্ট করেছেন অনেকে—
জুবায়ের হোসেন শান্ত নামের এক ভক্ত ফেসবুকে কমেন্টে লিখেছেন, হুজুরের সাথে ডিগবাজি মাইরেন নাহ...তাইলে কিন্তু বিপদ ছাড়ব নাহ।
আরেকজন লিখেছেন, টাউট সমলোচনা থেকে বাঁচতে ভাড়া করছে হুজুরদের।
কমেন্টে আরেকজন ইসলামের সাথে থাকবেন মানুষ আপনাকে এমনিতেই ভালোবাসবে আপনার ভাইরাল হতে হবে না।

বিস্তারিত আসছে…বলে জায়েদ খান কী বোঝাবেন ভক্তদের। আর কী-ই বা লিখতে পারেন।