টাইগার শ্রফ ও দিশা পাটানির সম্পর্ক একসময় বলিপাড়ায় আলোচনার কেন্দ্রে ছিল। জিম থেকে রেস্তোরাঁ, সব জাগায় একসঙ্গে দেখা যেত তাদের। কিন্তু সেই সম্পর্কে ভাঙন ধরেছে কয়েক মাস আগে। এরই মধ্যে পুরোনো প্রেমিককে ভুলে নতুন প্রেমে মজেছে দিশা। নিজের জিম ইনস্ট্রাক্টর আলেকজান্ডার অ্যালেক্সের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন দিশা।
আনন্দবাজার পত্রিকায় জানায়, এই মুহূর্তে আলেকজান্ডার ও দিশাকে নাকি সর্বত্রই একসঙ্গে দেখা যাচ্ছে। তবে এত দিন অ্যালেকজান্ডারকে বন্ধুই বলে এসেছেন ‘বাগী’ খ্যাত অভিনেত্রী।
দিন কয়েক আগেই অ্যালেকজান্ডারকে নিয়ে দিশা বলেন, “২০১৫ সালে একই ফ্ল্যাটে থাকতাম আমি আর আলেকজান্ডার। রুমমেট ছিলাম। খুব তাড়াতাড়ি আমরা বন্ধু হয়ে যাই। কাজ করা থেকে শুরু করে খাওয়াদাওয়া, আড্ডা— একসঙ্গে অনেক সময় কাটিয়েছি আমরা। একসঙ্গে শরীরচর্চাও করতাম।”
দুজনের সম্পর্ক নিয়ে আলেকজান্ডার বলেন, দিশা তার কাছে পরিবারের মতো। তবে সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি। এ বার একটি অনুষ্ঠানে বিশেষ বন্ধুকে নিয়ে যান অভিনেত্রী। সেখানেই অ্যালেকজান্ডারকে প্রেমিক বলেই আলাপ করান দিশা।