• ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২, ২৫ মুহররম ১৪৪৬

ওয়েব সিরিজ কাঁপাতে আসছে ডিপজল-মিশা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩, ০১:৪১ পিএম
ওয়েব সিরিজ কাঁপাতে আসছে ডিপজল-মিশা

সিনেমার ‘মন্দ মানুষ’ হিসেবে খ্যাত ডিপজল ও মিশা সওদাগর। সিনেমায় তাদের উপস্থিতি মানেই যেনো দর্শকদের নড়েচড়ে বসা। দীর্ঘদিন এই দুই খল অভিনেতাকে একসঙ্গে দেখা যায় না। তবে এবার তারা মুখোমুখি হয়ে একসঙ্গে স্ক্রিনে আসছেন ‘কাবাডি’ নামে একটি ওয়েব সিরিজে। সম্প্রতি প্রকাশ হয়েছে এর ট্রেলার।

ট্রেলারে তাদের উপস্থিতিতে এক ভিডিওকে ঘিরে নানা রহস্যের জট দেখা গেছে। সিরিজটি নির্মাণ করেছেন প্রায় দেড় শতাধিকেরও বেশি বিজ্ঞাপন নির্মাণ করা রুবায়েত মাহমুদ। এটি তার প্রথম ওয়েব সিরিজ।

নির্মাতা রুবায়েত মাহমুদ বলেন, “সিরিজটি কমেডি থ্রিলার ঘরানার। চার বন্ধুর পাগলামী ও একটি ভিডিও ফুটেজ এর রহস্য নিয়ে নির্মিত। এর সাথে জড়িয়ে আছে দশ কোটি টাকার কোনো অজানা সম্পর্ক।”

রুবায়েত মাহমুদ আরও বলেন, “দর্শকরা বেশ মজা পাবেন। আর গল্পে টুইস্ট রাখতেই চলচ্চিত্রের দুই জাত শিল্পীকে (ডিপজল ও মিশা সওদাগর) রেখেছি। তারা দুজন এক কথায় দুর্দান্ত।

কোয়াইট অন সেটের প্রযোজনা ও বিগ ফিশ এন্টারটেইনমেন্টের নির্বাহী প্রযোজক সেতু মাহমুদের তত্বাবধানে নির্মিত এ সিরিজটির গল্প লিখেছেন তামজিদ রহমান। ওয়েব সিরিজটিতে চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার ও সাফিন আহমেদ। আরও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশু প্রমুখ। চলতি সপ্তাহেই ওয়েব সিরিজটি বায়োস্কোপে মুক্তি পাবে।

Link copied!