দুজনেই তারকা জগতের স্টার। ভারতীয় টিভি সিরিয়ালে উজ্জ্বল নক্ষত্র দীপিকা ককর ও শোয়েব ইব্রাহিম। সম্প্রতি এ তারকা দম্পতি তাদের ইনস্টাগ্রামে জানিয়েছেন, তারা মা-বাবা হতে চলেছেন। ইনস্টাগ্রামে তাদের সংসারে নতুন অতিথি আসার বার্তা দিয়েছেন পোশাকের মাধ্যমে। পোস্ট করেছেন সুন্দর একটি ছবিও।
পোস্ট করা ওই ছবিতে দীপিকা-শোয়েবকে দেখা যাচ্ছে সাদা পোশাকে। রোদ ঝলমলে দিনে মনোরম পরিবেশে দুজনেই সাদা পোশাকে পেছন ঘুরে বসে আছেন। মাথায় রং মিলিয়ে পরেছেন সাদা টুপিও। তাদের সাদা টুপিতে লাল অক্ষরে বড় করে লেখা ‘মাম টু বি’এবং ‘ড্যাড টু বি’। জীবনের সবচেয়ে মধুর অধ্যায় এটিই, মনে করছেন জুটি।

ছবি পোস্ট করে দম্পতি লিখেছেন, “খবরটা দিতে গিয়ে খুশিতে আমাদের হৃদয় নেচে উঠছে। জীবনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা নিয়ে জানাচ্ছি, খুব শিগগির আমরা বাবা-মা হতে চলেছি।”
তাদের পোস্টে আরও লিখেছেন, “আনন্দ, উন্মাদনা, রোমাঞ্চের সঙ্গে তাই মিশে আছে উদ্বেগও। সবচেয়ে সুন্দর এই সময়টায় দাঁড়িয়ে আমরা অভিভূত, প্রথম সন্তানের অপেক্ষা করছি। আপনাদের সবার ভালোবাসা এবং শুভেচ্ছা প্রার্থনা করি।”

দীপিকা শোয়েবের সেই পোস্টে ভালোবাসা এঁকে দিয়েছেন অভিনেত্রী গওহর খান। লিখেছেন, ‘আল্লাহ তোমাদের নতুন যাত্রায় সহায় হোন’। চারু আসপাও শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা-শোয়েবকে।
২০০৯ সালে ভাগ্যান্বেষণে মুম্বাই এসেছিলেন শোয়েব। মিডিয়ায় কাজ করতে গিয়ে ২০১৮ সালে সংসার পাতেন ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকের সহঅভিনেত্রী দীপিকার সঙ্গে।

গত বছরই মুম্বাইয়ে একটি নতুন বাড়ি কিনেছেন শোয়েব। নতুন ইউটিউব চ্যানেলের কথাও ঘোষণা করেছেন। ১৩ বছরের সাধনায় অনেকটা জীবনকে গুছিয়ে নিয়েছেন। তাই এখনই জীবনের আরেক স্বপ্নপূরণের কথা ভাবছেন শোয়েব দীপিকা দম্পতি।