• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ব্যান্ড তারকা শাফিন আহমেদ স্মরণে কনসার্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৩:৪২ পিএম
ব্যান্ড তারকা শাফিন আহমেদ স্মরণে কনসার্ট
শাফিন আহমেদ। ছবি: সংগৃহীত

ব্যান্ড তারকা শাফিন আহমেদ স্মরণে ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামে এক কনসার্টের আয়োজন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও লিঙ্ক রোডের আলোকিতে কনসার্টে ব্যান্ডগুলো গানে গানে শ্রদ্ধা জানাবে প্রয়াত ওই ব্যান্ড তারকাকে।

কনসার্টটিতে শাফিনের গাওয়া কালজয়ী গানগুলো শোনাবেন তার সাবেক ব্যান্ড মাইলসের সদস্যরা।

বৃহস্পতিবারের সন্ধ্যাটি পূর্ণ হবে তার অমর গানের পুনরাবৃত্তি দিয়ে, যেখানে লাইভ পারফর্ম করবেন ফিডব্যাক, দলছুট, আর্টসেল, অ্যাভয়েডরাফা, ওজি এবং মাইলস।

আয়োজকরা জানায়, শাফিন আহমেদ সেই শিল্পী ও সংগীতায়োজকদের একজন, যার হাত ধরে রচিত হয়েছে দেশীয় ব্যান্ড সংগীতের এক বর্ণিল অধ্যায়। চার দশকের সংগীত জীবনে অসংখ্য সৃষ্টি শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছেন। মানের বিচারে তার প্রতিটি আয়োজন শ্রেষ্ঠত্বের দাবি রাখে। তার মতো একজন শিল্পীর প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। তাই কিংবদন্তি এই তারকাকে শ্রদ্ধা জানাতে ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ কনসার্টের আয়োজন।
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!