• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট স্থগিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১২:২১ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট স্থগিত
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’ হঠাৎ করেই স্থগিত করা হলো।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে এটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে আপাতত কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

কিন্তু এক দিন আগে (২১ ফেব্রুয়ারি) কেন আলোচিত এ কনসার্টটি স্থগিত করা হলো, সে বিষয়ে কনসার্টের দায়িত্বশীল কেউ কথা বলেননি। তবে আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমককে জানানো হয়, এটি আপাতত স্থগিত করা হয়েছে নিরাপত্তা ইস্যুতে। পরে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে। তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’

উল্লেখ্য, ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’ শিরোনামের এ কনসার্ট প্রধান আকর্ষণ ছিল নগর বাউল জেমস। আরও পারফর্ম করার কথা ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের।

Link copied!