• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আজ মুক্তি পাচ্ছে বাঁধনের ‘খুফিয়া’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৩, ১২:৪১ পিএম
আজ মুক্তি পাচ্ছে বাঁধনের ‘খুফিয়া’
আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

অপেক্ষার পালা শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা  বাকি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের অন্যতম শক্তিশালী পরিচালক বিশাল ভরদ্বাজের সিনেমা ‘খুফিয়া’। আর এতে যে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনয় করছেন সেই খবর সকলেরই জানা। নেটফ্লিক্সের এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো হিন্দি সিনেমায় অভিষেক হতে যাচ্ছেন ‘রেহানা মরিয়ম নূর’ এর বাঁধন।

সিনেমাতে অল্প সময়ের জন্য হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বাঁধন। প্রথমবারের মতো এত বড় নির্মাতা ও গুণী শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে বেশ রোমাঞ্চিত এই অভিনেত্রী। সিনেমাটিতে বাঁধন অভিনয় করেছেন একজন বাংলাদেশির ভূমিকায়।  

এর আগে গত মাসে প্রকাশিত হয়েছে এই সিনেমার ট্রেলার। ২ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারের ভাঁজে ভাঁজে রহস্য, অ্যাকশন এবং রোমান্স। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’র ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘খুফিয়া’। ট্রেলারে একাধিকবার দেখা গেছে বাঁধনকে। যেখানে তার লুক নজর কাড়ে। তার চরিত্র তৈরি করে কৌতূহল। কয়েকটি দৃশ্যেই বাঁধন প্রমাণ করেছেন তার মেধা।

সিনেমাতে বাঁধন ছাড়াও টাবু, আলী ফজল, ওয়ামিকা গাব্বি মতো তারকারা রয়েছেন।

Link copied!