মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মামলায় বাজিগর’খ্যাত অভিনেতা দালিপ তাহিলকে ২ মাসের কারাদণ্ড দিয়েছে মুম্বাইয়ের একটি আদালত। রোববার (২২ অক্টোবর) এ রায় ঘোষণা করা হয়।
টাইমস অব ইন্ডিয়া জানায়, পাঁচ বছর আগের মামলায় জেল হয়েছে ৬৫ বছর বয়সী তাহিলের।
জানা গেছে, ২০১৮ সালে দালিপের গাড়ি একটি অটোরিকশাকে ধাক্কা মারে। এতে ওই অটোরিকশায় থাকা এক নারী গুরুতর আহত হন। মূলত ৫ বছর আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে সে সময় তার বিরুদ্ধে মামলা হয়। পুরোনো সেই মামলায় অভিনেতাকে এই সাজা দেওয়া হয়েছে।
ডাক্তারি পরীক্ষার প্রমাণের ওপর নির্ভর করে আদালত মতামত দিয়েছিলেন যে, দালিপের মুখে অ্যালকোহলের গন্ধ পাওয়া গেছে, ম্যাজিস্ট্রেটের আদালত দলিপকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে দুই মাসের কারাদণ্ড দেন।
সে সময় মুম্বাই পুলিশ অভিনেতাকে গ্রেপ্তারও করেছিল। পরে তাকে জামিন দেওয়া হলেও মামলা চলতে থাকে।
অন্যদিকে আরও একটি সূত্রে জানা যায়, ওই দুর্ঘটনায় ২১ বছর বয়সী জেনিতা গান্ধী এবং ২২ বছরের গৌরব চুগ নামের আরও দুজন আহত হন। দুর্ঘটনার ফলে ওই নারীর পিঠে এবং ঘাড়ে প্রচণ্ড আঘাত লাগে। তারা নাকি অটোরিকশা থেকে নেমে দেখেন যে, দলিপের গাড়িটি সান্তাক্রুজের দিকে পালানোর চেষ্টা করছেন।
দলিপের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, অভিনেতা পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু যানজট এবং গণেশ মূর্তি বিসর্জনের কারণে ব্যর্থ হয়েছিলেন। পরে দালিপের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে অবহেলা করে গাড়ি চালানোর কারণে আঘাত এবং মোটর যান আইনের অধীনে অ্যালকোহল পান করে গাড়ি চালানোর মামলা করা হয়েছিল। শুধু তাই নয়, সে সময় মুম্বাই পুলিশকে রক্তের নমুনা দিতেও অস্বীকার করেছিলেন দালিপ। এবার সেই মামলার সাজা শোনানো হলো।