• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন আলিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০৭:০৮ পিএম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন আলিয়া
জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় গাঙ্গুবাই কাথিয়াওয়াড়িতে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম টিভি৯ বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার (১৭ অক্টোবর) নয়া দিল্লির বিজ্ঞান ভবনে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে হাজির হয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মাননা স্মরক গ্রহণ করেন আলিয়া।

সংবাদমাধ্যমটি আরও জানায়, অনুষ্ঠানে বিশেষভাবে নজর কাড়েন আলিয়া ভাট। নিজের বিয়ের শাড়ি পরেই শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার গ্রহণ করেন তিনি।

এদিকে পুরস্কার গ্রহণের সময় আলিয়ার স্বামী রণবীর কাপুরকে ফোন হাতে ছবি তুলতে দেখা গেছে। অনুষ্ঠানের সেই বিশেষ মুহূর্ত ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ভক্তরাও বেশ প্রশংসা করছেন আলিয়ার লুক এবং রণবীরের এমন সহযোগিতামুলক আচরনের। এছাড়াও জাতীয় পুরস্কার গ্রহণে অভিনন্দন জানাচ্ছেন আলিয়া ভাটকে।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তি পায় সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ২০০ কোটি রুপির বেশি।

Link copied!