• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

অস্ট্রেলিয়া থেকে ‘আহারে জীবন’ নিয়ে যা বললেন পূর্ণিমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৪, ০২:২২ পিএম
অস্ট্রেলিয়া থেকে ‘আহারে জীবন’ নিয়ে যা বললেন পূর্ণিমা
চিত্রনায়িকা পূর্ণিমা । ছবি: ফেসবুক থেকে

ঈদে মুক্তি পেতে যাচ্ছে পূর্ণিমা অভিনীত নতুন সিনেমা ‘আহারে জীবন’।  সিনেমাটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। সিনেমা নিয়ে পূর্ণিমা বলেন,  ‘এই সিনেমাটি নিয়ে প্রত্যাশা অনেক। কারণ, ছবিটি গুণী নির্মাতা ছটকু আহমেদ নির্মাণ করেছেন। করোনাকালের কাহিনি নিয়ে ছবির গল্প। করোনাকালের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ছবিতে। ছবিতে আমার সহশিল্পী ফেরদৌস। সব মিলে ভালো একটি কাজ হয়েছে। প্রেক্ষাগৃহে বসে দর্শকেরা একটা ভিন্ন, পরিছন্ন গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।’

ঈদে সিনেমা মুক্তি নিয়ে পূর্ণিমা বলেন, ‘অনেক দিন পর  আমার সিনেমা ঈদে মুক্তি পেতে যাচ্ছে। অবশ্যই ভালো লাগার খবর এটি। একসময় বছরে অনেকগুলো ছবি মুক্তি পেত। এখন সেটি আর নেই। অনেক দিন ধরেই নিয়মিত অভিনয় করছি না। এ কারণে সিনেমাও ছিল না। ঈদে একটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এটি অবশ্যই আমার জন্য খুশির খবর। একজন শিল্পীর ছবি যখন প্রেক্ষাগৃহে মুক্তি পায়, অবশ্যই সেটি শিল্পীর জন্য আনন্দের। আর সেটি যদি ঈদ উৎসবে হয়, তাহলে সে আনন্দ দ্বিগুণ হয়ে যায়। তেমনটিই লাগছে আমার। তা ছাড়া ছটকু আহমেদের পরিচালনায় এটি আমার প্রথম কাজ। এ কারণে বাড়তি আগ্রহও কাজ করেছে।’

সিনেমা হলে বসে ছবি দেখার ইচ্ছে নিয়ে পূর্ণিমা  বলে, ‘ একসময় তো নিয়মিতই নিজের ছবিসহ সহশিল্পীদের সিনেমাও প্রেক্ষাগৃহে বসে দেখা হতো। নিজের ছবি না থাকাসহ নানা কারণে সে অভ্যাস কিছুটা কমেছে। যেহেতু অনেক দিন পর আমার সিনেমা মুক্তি পাচ্ছে, অবশ্যই প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখব।’

‘আহারে জীবন’ নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে জনপ্রিয় এই নায়িকা বলেন,‘অনেকদিন পরে ঈদে আমার অভিনী ছবি মুক্তি পাচ্ছে। আশা করছি ঈদে একটি পরিচ্ছন্ন ভালো নির্মানের ছবি দেখতেপাবে দর্শক। ভালো  লাগবে।’

অনেক দিন ধরেই ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামের দুটি ছবি আটকে আছে। ছবি দুটি নিয়ে পূণিমা বলেন,  ‘অনেক আগেই গাঙচিল ছবির কাজ শেষ হয়েছে। কিন্তু মুক্তির খবর জানি না। এটি প্রযোজক জানেন। জ্যাম ছবির শুটিংই শেষ হয়নি এখনো। সেই ২০১৯ সাল থেকে প্রায় ৩০ ভাগ কাজ আটকে আছে ছবিটির। এখন কবে আবার শুটিং শেষ হবে, সেটি আমার জানা নেই। আর আদৌ শুটিং হবে কি না, তা–ও বলতে পারি না। পরিচালক ও প্রযোজক ভালো বলতে পারবেন।’

পূর্ণিমা স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায়  রয়েছেন। ঈদের আগে আগে দেশে ফেরার কথা আছে তার। কারণ, মুক্তির আগে–পরে ছবিটির প্রচার–প্রচারণায় থাকতে চান জনপ্রিয় এই নায়িক।

 

Link copied!