• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

হোটেল রুম থেকে অভিনেতার মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ১০:৪৫ এএম
হোটেল রুম থেকে অভিনেতার মরদেহ উদ্ধার
অভিনেতা দিলীপ শঙ্কর। ছবি: সংগ্রহীত

অভিনেতা দিলীপ শঙ্করের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) ভারতের উত্তর প্রদেশের বেনারসের একটি হোটেল কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।মালায়ালম 

কয়েকদিন ধরে অভিনেতাকে রুম থেকে বেরোতে না দেখে সন্দেহ হয় হোটেলের কর্মীদের। অবশেষে দুই দিন পর হোটেলের কক্ষ থেকে অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বেনারসে একটি টিভি সিরিয়ালের শুটিংয়ের জন্য গিয়েছিলেন দীলিপ শঙ্কর। শুটিংয়ে বিরতি ছিল। এতে করে হোটেল রুমে অবস্থান করছিলেন তিনি। দুই দিন পর হোটেল বয় দুর্গন্ধ পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনএন ভলেছে, টানা দুই দিন হোটেল রুম থেকে বের হননি দীলিপ শঙ্কর। তার সহকর্মীরা মুঠোফোনে না পেয়ে হোটেল যান। এরপর হোটেল স্টাফ রুমটি খুলে অভিনেতার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানা গেছে, প্রাথমিকভাবে ঘটনাস্থলে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এ বিষয়ে কাজ করছে ফরেনসিক টিম।

দিলীপ শঙ্কর ‘আম্মাইয়ারিআত্থে’, ‘পঞ্চগনির’ মতো অসংখ্য জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে অভিনয় করেছেন।  অভিনেতার মৃত্যুর সংবাদে দক্ষিণী টেলিভিশন অঙ্গনে এবং অনুরাগীমহলে শোকের ছায়া নেমে এসেছে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!