• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘অবুঝ পাখি‍‍’ এক দিনেই ভিউ ১১ লাখ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৫:২১ পিএম
‘অবুঝ পাখি‍‍’ এক দিনেই ভিউ ১১ লাখ!
নাটক ‘অবুঝ পাখি’র একটি দৃশ্যে ইয়াশ রোহান ও নাজনীন নীহা । ছবি: সংগৃহীত

অন্তর্জালে প্রকাশ হলো ইয়াশ রোহান ও নাজনীন নীহা জুটির একটি বিশেষ নাটক ‘অবুঝ পাখি’। নাটকটি নির্মিত হয়েছে ছাত্ররাজনীতিকে উপজীব্য করে। ২৯ আগস্ট রাতে ইউটিউবে উন্মুক্ত হলো নাটকটি। এর চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। নির্মাণ করেছেন রুবেল হাসান। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার পর এক দিনেই সেটি অতিক্রম করেছেন ১১ লাভ ভিউ। মন্তব্যের ঘরে মিলছে পজিটিভ অসংখ্য প্রতিক্রিয়া।

নির্মাতা নাটকটির গল্প প্রসঙ্গে জানান, “জনপ্রিয় ছাত্রনেতা ইয়াশ রোহান। একই ক্যাম্পাসের শিক্ষার্থী নাজনীন নীহা। দু’জনার মধ্যে ভীষণ প্রেম ও বোঝাপড়া। কিন্তু এই বোঝাপড়ার মধ্যে একটাই জটিলতা, সেটা হচ্ছে রাজনীতি। নীহা বিয়ের চাপ দিলেও রোহান অসহায়, কারণ বিয়ে করলে ছাত্ররাজনীতি থেকে বিদায় নিতে হবে। এমনই এক রাজনীতি ও প্রেমের কঠিন সমীকরণ নিয়ে ‘অবুঝ পাখি’।

এতে ছাত্রনেতা সাগর চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তার প্রেমিকা লিনসা চরিত্রে নাজনীন নীহা।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ছাত্ররাজনীতি ও প্রেমের মধ্যে যে জটিলতা, সেটি নিয়ে আসলে খুব বেশি গল্প বলা হয় না। এখানে সেই গল্পটাই বলার চেষ্টা করেছি। দারুণ একটা গল্প, শিল্পীরাও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজটি করেছেন। মুক্তির পর দর্শকরাও ভালো ফিডব্যাক দিচ্ছেন।’

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!