লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে সোমবার বসেছিল ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সেখানে সর্বোচ্চ সাতটি শাখায় পুরস্কার জিতেছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’। অস্কারের মূল অনুষ্ঠান শুরুর আগে লালগালিচায় আালো ছড়ান তারকারা। বিস্তারিত ছবিতে।

এসেছিলেন শার্লিজ থেরন। এএফপি

অভিনেত্রী জেসিকা অ্যালবা। এএফপি

এসেছিলেন গত বছর অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়ো। এএফপি

ছিলেন অভিনেত্রী ক্যারি মুলিগানও। এএফপি

পুরস্কার জয়ের আগে লালগালিচায় এমা স্টোন। এএফপি



































