• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

অস্কার মঞ্চে নগ্ন অভিনেতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৪, ০৯:৫৩ এএম
অস্কার মঞ্চে নগ্ন অভিনেতা
অস্কার মঞ্চে নগ্ন জন। ছবি: সংগৃহীত

৯৬তম অস্কার মঞ্চে নগ্ন হয়ে আলোচনার রেসলার-অভিনেতা জন সিনা। মূলত সেরা কস্টিউম পুরস্কার ঘোষণা করতে গিয়েই এ কাণ্ড করেছেন জন। 

আজ (১১ মার্চ) লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে চলা অস্কার পুরস্কার মঞ্চে জনকে ডেকে নিয়েছিলেন উপস্থাপক জিমি কিমেল। তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। লজ্জা নিবারণের জন্য হাতে ছিল এক টুকরো কাপড়!

মূলত ১৯৭৪ রবার্ট ওপেল নামে পরিচিত একজন স্ট্রিকার একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চজুড়ে শান্তির চিহ্ন ফ্ল্যাশ করার সময় এভাবেই দৌড়েছিলেন। ঠিক সেটারই পুনরাবৃত্তি ঘটল এবার।

উঠেই কিছুক্ষণ পর জন বলেন, ‘পুরুষের শরীর কোনো রসিকতা নয়!’ কিমেল বলেন, ‘আসলেই কস্টিউম খুবই গুরুত্বপূর্ণ!’

জন আরো মজা করে জানান, যে তিনি নগ্ন হয়ে কুস্তি করেন না, এখন যতটা করেছেন। এসময় অট্টহাসিতে ফেটে পড়েন দর্শকরা। মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাণ্ডটি করেন জন সিনা। এবার সেরা কস্টিউমের পুরস্কার পেয়েছে মার্টিন স্করসেসি, ‘পুওর থিংস’।

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!