‘কুমোরটুলিতে যে ধরনের প্রেমিকের অর্ডার দিয়েছিলাম, তা বাস্তবে পাইনি। তাও বলতে চাই, আমি নার্ডসদের বেশ পছন্দ করি। যে পুরুষেরা লেখাপড়া করে। যে ইন্টেলেকচুয়াল। আমার কাছে পুরুষদের সৌন্দর্য ম্য়াটার করে না। বুদ্ধি এবং মেধা না থাকলে আমাকে ইমপ্রেস করা বেশ কঠিন।

আমার কাছে ‘ব্রেন ইজ় দ্য নিউ সেক্সি’! চশমা পরা, লম্বা, গম্ভীর কণ্ঠস্বর হলে আমি পটে যেতে পারি। আর হ্যা, মানুষটার মধ্যে হিউমার থাকতেই হবে। অনেকটা পরমব্রত চট্টোপাধ্য়ায় টাইপস। পরমব্রত চট্টোপাধ্যায় আমার ক্রাশ, তার মতো কাউকে পেলে আমি বর্তে যাব জীবনে।’
সম্প্রতি, স্বপ্নের পুরুষের সম্পর্কে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ মধুপ্রিয়া চৌধুরী।

তাহলে কি নায়িকা সত্যিই সিঙ্গল। উত্তর তিনি আরও জানান, ‘হ্যা। আমি সিঙ্গল। আমি কিন্তু লুকোই না একদম।’
‘তোমাদের রানী’ ধারাবাহিকে নায়িকার প্রিয় বান্ধবীর চরিত্রে এখন নজরকাড়া মধুপ্রিয়া। ভীষন দুষ্টু চনমনে মানসিকতার একটা চরিত্রে কাজ করছেন তিনি। বাস্তবেও অবশ্য তার ব্যক্তিত্বটা একই রকম।
এর আগে স্টার জলসারই তিতলি ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেখানেও তুমুল জনপ্রিয়তা কুড়িয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে তোমাদের রানী সিরিয়ালের পাশাপাশি, ইনস্টাগ্রামেও বেশ একটিভ থাকেন অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী।

































