গত মাসের ২০ জানুয়ারি শুরু হয়েছিল দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধনী সিনেমা ছিল ‘ফেরেশতে’। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির পরিচালক মুর্তজা অতাশ জমজম। ঢাকার পর এবার ইরানের ফজর চলচ্চিত্র উৎসবেও উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হলো ‘ফেরেশতে’।
উৎসবে সিনেমাটি প্রদর্শনীর পর জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক প্রশংসাও পেয়েছেন। ছবিটি ইরানের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে।
২০২২ সালে ইরানে মাসা আমিনির হত্যাকাণ্ড এবং ২০২৩ সার্বিক অবস্থা বিবেচনা করে অনেক নামীদামি চলচ্চিত্র কলাকুশলী ফজর চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেননি। এবার অনেকেই হাজির হয়েছেন এ উৎসবে।

ফজর চলচ্চিত্র উৎসবে ‘ফেরেশতে’র উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, ছবির নির্মাতা অতাশ জমজম। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, সুমন ফারুক ও রিকিতা নন্দিনী শিমু।
এ ছাড়া ছিলেন ‘ফেরেশতে’র গল্পকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ। উৎসবের পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি।
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    





























