• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

এবার প্লেনের মাথায় উঠে নাচবেন শাহরুখ খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৪, ১২:১৫ পিএম
এবার প্লেনের মাথায় উঠে নাচবেন শাহরুখ খান
শাহরুখ খান। ছবি: সংর্গহীত

প্লেনের মাথায় উঠে আমি ছাইয়া ছাইয়া নাচব বলেছেন বলিউড বাদশা শাহরুখ খান! সম্প্রতি অনুষ্ঠিত হল সিএনএন নিউজ ১৮-এর ইন্ডিয়ান অব দ্য ইয়ার ২০২৩ এর অনুষ্ঠান। যেখানে দুই বিভাগে সম্মানিত হন শাহরুখ ও মণি রত্নম। এদিন প্রিয় নির্মাতাকে মঞ্চে পেয়েই ঠাট্টায় মেতে ওঠেন শাহরুখ।

সঞ্চালক যখন জিজ্ঞেস করেন আবারও এই নির্মাতার সঙ্গে কাজ করবেন কিনা, তখন শাহরুখ বলেন— ‘মণি রত্নম স্যার, আমি কবে থেকে আপনাকে অনুরোধ করছি, ভিক্ষা চাইছি আমার সঙ্গে ছবি করার জন্য। আমরা এবার একসঙ্গে ছবি করলে প্লেনের মাথায় উঠে আমি ছাইয়া ছাইয়া নাচব। ট্রেন কী জিনিস!’

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল সে’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন মণি রত্নম ও শাহরুখ খান। প্রায় দুই যুগেরও বেশি সময়ের পর আবারও নিজের পছন্দের সেই পরিচালকের সঙ্গে কাজ করতে চান বলিউড বাদশাহ। 
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!