ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করা তাসনিয়া ফারিণ নিজের অভিনয় গুণের মাধ্যমে অল্প সময়েই দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছেন। বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন পশ্চিমবঙ্গেও। এর ফাঁকেই সেরেছেন বিয়ে। এরপর চলে যান হানিমুনে। সম্প্রতি হানিমুন থেকে ফিরেই সুসংবাদ দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, “চিত্রনাট্য এত সুন্দর যে একবার পড়ার পর আর দ্বিতীয়বার পড়তে হয়নি আমাকে। দারুণ একটি গল্প। প্রথম পড়াতেই আমার খুব পছন্দ হয়ে যায়। এর ফলে আমি এককথায় রাজি হয়ে যাই।”
জানা গেছে, আগামী ৩০ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিং হবে। তবে একটানা নয়, মাঝে একটা বিরতি দিয়ে নভেম্বরে শেষ হবে এ সিনেমার শুটিং। এতে ফারিণের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অর্জন চক্রবর্তী। আরও আছেন সব্যসাচী চক্রবর্তী, মমতা শংকর প্রমুখ।
এর আগেও কলকাতায় ‘আরও এক পৃথিবী’ শিরোনামে সিনেমাতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল ফারিণ অভিনীত সিনেমাটি। সে সময়েই তিনি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব তার হাতে আছে।




































