বলিউড তারকা জুটি করন সিংহ গ্রোভর ও বিপাশা বসু। তাদের একমাত্র মেয়ে দেবীর ছ’মাস বয়স পূর্ণ হয়েছে। এদিকে দেবীর জন্মানোর পর প্রথমবারের মত বাবা দিবস পালন করছেন করন। বিশ্ব বাবাদিবসে এই ছ’মাসে বাবা হিসাবে ঠিক কতটা দক্ষ হয়ে উঠেছেন তাই জানিয়েছেন করন।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, করন জানান বিপাশা অন্তঃসত্ত্বা থাকাকালীনই মেয়ে দেবীর সঙ্গে কথোপকথন চলত তার। সেসময় দেবীকে করন বলতেন, ‘ছোট্ট বাবু, এই তো তোমার বাবা এখানে।’ পাশাপাশি দেবীকে প্রথম বার কোলে নেওয়ার অনুভূতিও ভাগ করে নিলেন করন। তিনি জানান, প্রথমবার কন্যাকে কোলে নিয়ে কেঁদে ফেলেছিলেন করন।
এছাড়া করন আরো বলেন, ‘ওর হাসি, গাল সবটাই আমার মতো। এমনকি, আমরা শুই একই ভঙ্গিতে।’
আপাতত মেয়ের একটু একটু করে বড় হয়ে ওঠার বিভিন্ন মুহূর্তকে উপভোগ করছেন করন ও বিপাশা। খুব শীঘ্র হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’ সিনেমায় করন সিংহ গ্রোভরকে দেখা যাবে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    































