• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

৫৪ বছর বয়সী কাঞ্চন ভক্তদের সুখবর দিলেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০১:৫৪ পিএম
৫৪ বছর বয়সী কাঞ্চন ভক্তদের সুখবর দিলেন
কাঞ্চন ও শ্রীময়ী

ভক্তদের সুখবর দিলেন টলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা কাঞ্চন মল্লিক। ৫৪ বছর বয়সে বাবা হলেন অভিনেতা। মা হলেন শ্রীময়ী চট্টরাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন সেই সুখবর।

শ্রীময়ী যে অন্তঃসত্ত্বা ছিলেন সেই খবর প্রকাশ্যে আসতে দেননি কাঞ্চন বা শ্রীময়ী কেউই। তবে কালীপূজার সময় শ্রীময়ীর ছবি দেখে অনেকেই আন্দাজ করেছিলেন, সুখবর আসতে চলেছে। সেই খবর যদিও উড়িয়ে দিয়েছিলেন শ্রীময়ী। তবে ভাইফোঁটার আগের দিনই সোশ্যাল মিডিয়ায় সন্তান আসার খবর প্রকাশ করলেন কাঞ্চন-শ্রীময়ী।

সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন লিখেছেন, ‘এই শুভ মুহূর্তে, আমরা আমাদের জীবনের সবচেয়ে ভালো খবরটা দিতে চাই। আমরা এখন তিনজনের পরিবার। আমাদের ছোট্ট মেয়ে কৃষভিকে আশীর্বাদ করবেন। মিস্টার অ্যান্ড মিসেস মৌলিক।

এদিকে এই সুখবর খবর শেয়ার করতেই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অনিন্দিতা রায়চৌধুরী। অভিনন্দন জানাচ্ছেন তারকা সহকর্মী থেকে শুরু করে ভক্ত অনুরাগীরা।
জানা যাচ্ছে, আপাতত হাসপাতালেই রয়েছেন মা ও শিশু। সবসময়ের জন্য পাশে থেকেছেন কাঞ্চন। ২০২৪ সাল অবশ্যই বিশেষ হয়ে থাকবে কাঞ্চন শ্রীময়ীর জীবনে।

Link copied!