• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

অপুর ‘লাল শাড়ি’র শুভ মহরত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ১১:০৭ এএম
অপুর ‘লাল শাড়ি’র শুভ মহরত

জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এত দিন অভিনয় গুণে দর্শক হৃদয় মাতালেও এবার নাম লেখালেন প্রযোজকের খাতায়। অপুর প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় সরকারি অনুদানের এই সিনেমার শুভ মহরত হয়ে গেল।

‘লাল শাড়ি’ সিনেমায় প্রযোজনার পাশাপাশি অভিনয় করবেন অপু নিজে এবং তার বিপরীতে থাকবেন এই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক সায়মন সাদিক।

মহরত অনুষ্ঠানের শুরুতে বাবা উপেন্দ্র নাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালনের  মধ্য দিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন অপু বিশ্বাস।

এ সময় ঢালিউড এই বিউটি কুইন বলেন, “আমার মায়েরই ছবি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার ইচ্ছে ছিল। তিনিই নাম রাখেন‍‍ অপু-জয় ‘চলচ্চিত্র’। তার আশা ছিল আমি যেন সরকারি অনুদানের মাধ্যমে ছবি প্রযোজনা শুরু করি।”

অভিনেত্রী আরও বলেন, ‘‘আজ তার স্বপ্ন পূরণ হচ্ছে শুধু আমার মা তা দেখে যেতে পারেননি। আমি মনে করি আমার মা সব দেখছেন। আপনারা আমার জন্য, আমার মায়ের জন্য ও ছবির জন্য আশীর্বাদ করবেন।’’

অপু বিশ্বাস সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, “সাংবাদিকরা যেভাবে আমার অনুষ্ঠানে এসে আমাকে অনুপ্রাণিত করলেন, তেমনি আগামীতেও আমার ছবির বিষয়ে সহযোগিতা করবেন।”

মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইমন সাদিক, অভিনেতা শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ, পরিচালক বন্ধন বিশ্বাস, চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বর্তমান সভাপতি সোহানুর রহমান সোহান,  ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, অভিনেত্রী দোয়েল, সুব্রত, দীঘি, সংগীত পরিচালক ইমন সাহা পরিচালক গাজী মাহবুব, হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে।

শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক বন্ধন বিশ্বাস জানান। মহরত অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবাশীষ বিশ্বাস।

আনুষ্ঠানিক মহরত ঘোষণা করেন সোহানুর রহমান সোহান। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন সিঁথি সাহাসহ অন্যান্য শিল্পীবৃন্দ। 

Link copied!