• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

আসছে অনন্ত-বর্ষার নতুন সিনেমা


দেব রায় দীপ্ত
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২, ০৩:৩২ পিএম
আসছে অনন্ত-বর্ষার নতুন সিনেমা

ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির আলোচিত-সমালোচিত প্রযোজক ও নায়ক অনন্ত জলিল। এবারের কোরবানির ঈদে মুক্তি পায় তার সিনেমা ‘দিন: দ্য ডে’। যা মুক্তির আগে থেকেই ছিল আলোচনার তুঙ্গে। তবে সেই আলোচনায় ডাল-পালা গজায় মুক্তির পর। সিনেমার বাজেট নিয়ে দর্শক-সমালোচকের ভেতর ছিল নানা প্রশ্ন।

এদিকে সম্প্রতি ‘দিন: দ্য ডে’ সিনেমার ইরানি পরিচালক ও প্রযোজক মোর্তেজা অতাশ জমজম সিনেমাটির বাজেটের চুক্তিপত্রসহ কিছু কাগজ নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করে অনন্ত জলিলকে মিথ্যাবাদী বলেন। ফলে কষ্ট পেয়ে অনন্ত ঘোষণা দেন তিনি আর সিনেমা বানাবেন না। যদিও এই ঘোষণার দুই দিন পার না হতেই শোনা যাচ্ছে নতুন খবর।

শোনা যাচ্ছে, আগামী ৩ সেপ্টেম্বর চলচ্চিত্রের আঁতুড়ঘর বিএফডিসিতে নতুন সিনেমার ঘোষণা দিতে যাচ্ছেন অনন্ত। সেই উপলক্ষে বিএফডিসিতে প্রায় এক হাজার মানুষের আয়োজন করার প্রক্রিয়া চলছে। সূত্র মারফত জানা যায়, এই আয়োজন দুটি গরু এবং তিনটি খাসি জবাই করা হবে।  

রোববার (২৮ আগস্ট) এবং সোমবার (২৯ আগস্ট) এফডিসি ঘুরে দেখা যায়, সেখানে বিভিন্ন রাস্তার মাপ নেওয়ার কাজে ব্যস্ত অনেকে। সংবাদ প্রকাশ তাদের একজনকে জিজ্ঞেস করলে জানায়, "নতুন সিনেমার মহরতের জন্য প্যান্ডেল বানানোর কাজ চলছে।”

সিনেমার নাম ও শিল্পী কারা হবেন এবং সিনেমাটি কে পরিচালনা করবেন, তা এখনো জানা যায়নি। এদিকে বেশ কয়েকজন প্রযোজক-পরিচালককে প্রশ্ন করা হলে তারা এখনই কিছু প্রকাশ করতে রাজি নন বলে জানান। তারা বলেন, আগামী ৩ সেপ্টেম্বর মহরতেই এই নতুন সিনেমার বিস্তারিত জানাবেন অনন্ত জলিল।

তবে কিছু সূত্রে জানা যায়, বরাবরের মতো এই সিনেমায় অভিনয় করবেন অনন্ত ও বর্ষা। এই সিনেমাটিও বিগ বাজেটের সিনেমা হবে এবং অভিনয় করবেন ঢালিউডের সফল অভিনয়শিল্পীরা।  
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!