জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। অভিনয় থেকে উপস্থাপনায় এসে নিজের একটা আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি।
এ তারকার উপস্থাপনার স্টাইল ও ধরন নিয়ে রয়েছে তর্ক-বিতর্ক, সমালোচনা। যদিও এসব কিছুতে কান না দিয়ে জয় তার কাজ করে যাচ্ছেন আপন গতিতে। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর দেশসেরা তারকাদের সামনে বসিয়ে জয় নানান অপ্রিয় প্রশ্ন করে বহুবার হয়েছেন আলোচিত।
এবার এই আলোচিত ও সমালোচিত সঞ্চালক সুপারস্টার শাকিব খানের উদৃতি দিয়ে কথা বললেন সামাজিক মাধ্যম ফেসবুকে। ২৮ মে রাতে শাহরিয়ার নাজিম জয় এক স্ট্যাটাসে লেখেন-

মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ তে শুভেচ্ছা রইল। তুরস্কের এক অভিনেতা এই দেশে এলো তাকে দেখবার জন্য মানুষের ঢল নেমেছিল। দেখে ভালো লেগেছে। আমরা অন্য দেশের তারকাদের মাথায় তুলে নাচি। এটা আমাদের ভালো গুণ। কিন্তু নিজের দেশের তারকাদের তাচ্ছিল্য করি। আমরা অপেক্ষায় থাকি কে কখন বিপদে পড়বে এবং তাকে আমরা লাথি দিব। কিন্তু মহান আল্লাহ যখন কাউকে উপরে উঠায় কোন বান্দাই তাকে আর পায়ে ধরে নিচে নামাতে পারে না। তার প্রমান অন্য কাউকে দিয়ে নাই দিলাম একটি নামই তো যথেষ্ট শাকিব খান।
আমি আমেরিকা থেকে ঢাকা চলে এসেছি। খুব সুন্দর একটি সাকসেসফুল ট্রিপ হলো। আমেরিকার একটি বাংলা টেলিভিশনের সাথে আমার একটি চুক্তি ও হলো। চ্যানেল আইয়ের পাশাপাশি আমেরিকার বাঙ্গালীদের জন্য একটি বিশেষ চ্যানেলের হয়েও আমি কাজ করব।