• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৬:৩৪ পিএম
১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯ এপ্রিল। জানা গেছে, আগামী ১৯ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। তথ্যটি নিশ্চিত করেছেন সংগঠনটির আপিল বোর্ডের সদস্য সামছুল আলম।
গত ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই চূড়ান্ত করা হয়েছে ২০২৪-২৫ সালে দ্বি-বার্ষিক নির্বাচন। তবে এবারের আসন্ন নির্বাচনে কারা অংশ নিচ্ছেন সেটা এখনও জানা যায়নি।
এদিকে অনেক আগে থেকেই অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল চমক রেখে প্যানেল প্রস্তুত করে রেখেছেন বলে জানিয়েছেন। 
এছাড়া ভেতরে ভেতরে আরও অনেকেই নির্বাচনের প্রস্তুতি সেরেছেন। শিগগিরই প্যানেল ঘোষণা হবে বলে জানা গেছে।

Link copied!