• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৮ সফর ১৪৪৬

ঈদে বিটিভি মাতাবে ১৩ ব্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৪:০৯ পিএম
ঈদে বিটিভি মাতাবে ১৩ ব্যান্ড
ব্যান্ড দল। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) মাতাবে ১৩ ব্যান্ড দল। অনুষ্ঠানের শিরোনাম ‘ব্যান্ড শো’। যেখানে তিন দিনে দেশের জনপ্রিয় ১৩টি ব্যান্ড গান পরিবেশন করবেন। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঈদের দিন সন্ধ্যা ৭টায় চিরকুট, আর্ক, ডিফারেন্ট টাচ, অবসকিউর, অরবিট ও ফিডব্যাকের মতো জনপ্রিয় ব্যান্ডগুলো তাদের গান পরিবেশন করবেন। সালসাবিল লাবণ্যর উপস্থাপনায় এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাসির উদ্দিন।

ঈদের পরদিন সন্ধ্যা ৭টায় গাইবে ব্যান্ড মাইলস। ঈদের ৩য় দিন সন্ধ্যা ৭টায় গাইবে ব্যান্ড সিম্ফনি, শুভযাত্রা, রক অ্যান্ড মেলোডি, নাটাই, পেন্টাগন, রেশাদ অ্যান্ড কিউ। তিনদিনে মোট ১৩টি ব্যান্ড তাদের জনপ্রিয় গানগুলো শ্রোতাদের জন্য গেয়ে শোনাবেন। 

Link copied!