• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২,

নাইটক্লাবে অশোভন আচরণ, পুলিশের নজরে আরিয়ান খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ১১:৩৯ এএম
নাইটক্লাবে অশোভন আচরণ, পুলিশের নজরে আরিয়ান খান

বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আবারও বিতর্কের মুখে। সম্প্রতি ব্যাঙ্গালুরুর একটি নাইটক্লাবে অবস্থানরত অবস্থায় জনতার উদ্দেশে অশোভন ইশারা করার অভিযোগ ওঠায় বিষয়টি স্থানীয় পুলিশের নজরে এসেছে। 
গত ২৮ নভেম্বর বন্ধুবান্ধবদের সঙ্গে ওই নাইটক্লাবে যান আরিয়ান। তার সঙ্গে উপস্থিত ছিলেন কর্নাটকের মন্ত্রী জমির আহমেদের ছেলে জায়েদ খান এবং স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের ছেলে মোহাম্মদ নালাপদ। ক্লাবে অতিথিদের উল্লাস দেখে ব্যালকনি থেকে মধ্যমা প্রদর্শন করেন আরিয়ান; এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ক্লাবের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। পুলিশ খতিয়ে দেখছে আরিয়ান ওই আচরণটি উত্তেজনার বশে করেছেন, নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে।

২০২১ সালে মাদক-সংক্রান্ত অভিযানে গ্রেপ্তার হওয়ার পর আরিয়ান খান দীর্ঘসময় আলোচনায় ছিলেন। পরে তিনি বলিউডে পরিচালকের কাজ শুরু করলেও বিভিন্ন বিতর্ক বারবার তার নামকে ঘিরে থাকে।

Link copied!