তিরিশ বছর পেরিয়েও যাদের জাদু ফিকে হয়নি একটুও, সেই শাহরুখ-কাজল জুটির ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ফের লিখল ইতিহাস। সময়কে পেছনে ফেলে কালজয়ী প্রেমকাহিনি আবারও ছুঁলো নতুন এক মাইলস্টোন। লন্ডনের ব্যস্ততম লেস্টার স্কোয়ারে এবার স্থায়ীভাবে জায়গা করে নিল ‘ডোলি সাজাকে রাখ না’ গানের সেই মনকাড়া পোজ, ব্রোঞ্জে গড়া রাহুল-সিমরান। আর আবরণ উন্মোচনের মুহূর্তে হাজির ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও কাজল নিজে। যেন বাস্তবেই পর্দা ভেদ করে বেরিয়ে এসেছিলেন দুই তারকা। এই প্রথমবার কোনো ভারতীয় ছবি পেল এমন আন্তর্জাতিক মর্যাদা, আর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও এক উজ্জ্বল পালক।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মূর্তির আবরণ উন্মোচনের দিন শাহরুখ ছিলেন কালো পোশাকে। চোখেও ছিল কালো রোদচশমা। অন্যদিকে কাজল অনন্য হয়ে ওঠেন শাড়িতে। মূর্তির সামনে দাঁড়িয়ে সেই গানটির পোজও দিলেন মহাতারকা জুটি। তবে তাদের মাথায় ছিল ছাতা। কেননা ইলশেগুঁড়ি বৃষ্টিতে সেই সময় ভিজছিল লেস্টার। তবুও শাহরুখ-কাজলকে দেখতে ভিড় হয়েছিল যথেষ্ট। পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তেই শাহরুখ খানের নামে জনঅরণ্যের সৃষ্টি হয়। কাজলও এত বছরের ক্যারিয়ারে জনপ্রিয়তা হারাননি। আর তারা একসঙ্গে দাঁড়ালে যে কী ম্যাজিক হয় আজও, তার প্রমাণ মিলেছে সেদিন। এর আগে হ্যারি পটার থেকে মেরি পপিন্স লেস্টার স্কয়ারে জায়গা পেলেও কোনো ভারতীয় ছবির চরিত্ররা ব্রোঞ্জের মূর্তি হয়ে এখানে বিরাজ করেনি। এবার সেই নজির স্থাপন হয়েছে।
আরও জানা যায়, সেদিন নায়ক-নায়িকা দুজনই ছিলেন উৎফুল্ল মেজাজে। পরে শাহরুখ সংবাদমাধ্যমকে বলেন, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ বানানো হয়েছিল বিশুদ্ধ হৃদয়ে। আমরা একটা প্রেমের গল্প বলতে চেয়েছিলাম। দেখিয়েছিলাম কেমন করে ভালোবাসা সব প্রাচীর ভেঙে দেয় এবং পৃথিবীকে কীভাবে আমূল বদলে দিতে পারে প্রেম। আর সে কারণেই ৩০ বছর ধরে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এমন প্রভাব ফেলে চলেছে। এই সিনেমা থেকেই আমার পরিচয় আজও রয়েছে মানুষের হৃদয়ে।
এদিকে কাজল বলেন, ‘৩০ বছর পরও দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এত ভালোবাসা পাচ্ছে, এটা অবিশ্বাস্য। লন্ডনে মূর্তিটি উন্মোচিত হতে দেখে মনে হয়েছিল আমাদের ইতিহাসের একটা টুকরো পুনরুজ্জীবিত হচ্ছে। এমন এক গল্প যা সত্যিই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে।‘
উল্লেখ্য, ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ছবিতে শাহরুখ-কাজল ছাড়াও অমরেশ পুরী, ফরিদা জালাল, সতীশ শাহ, অনুপম খের, পরমিত শেঠি, মন্দিরা বেদিরা সহ আরও অনেকে অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন নির্মাতা আদিত্য চোপড়া।


































