সদ্য বাবা হয়েছেন বলিউড তারকা ভিকি কৌশল। স্ত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে মাতৃত্বের আনন্দে ভাসছেন এই জনপ্রিয় অভিনেতা। এরই মধ্যে তার একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।
ভিকি এবার হাজির হচ্ছেন কাজল ও টুইঙ্কেল খান্নার জনপ্রিয় চ্যাট শো ‘টু মাচ’–এর নতুন পর্বে। অতিথি হিসেবে তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন। শোয়ের একটি টিজার প্রকাশের পর থেকেই ভিকির রসিকতা ঘিরে চলছে তুমুল আলোচনা।
টিজারের শুরুতেই দেখা যায়, চারজনই হাস্যরসে ভরপুর এক পর্বে ব্যস্ত। কাজল মজার ছলে প্রশ্ন করেন, “ভালো কথোপকথন নাকি ভালো সেক্স— কোনটা বেশি গুরুত্বপূর্ণ?” ভিকি খানিক ভেবে বলেন, “বাকি সব কিছু তো চলবেই, তবে…”—এর পরই উপস্থিত সবাই হেসে ওঠেন।
পরে যখন টুইঙ্কেল খান্না ভিকিকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান, তখন রসিকতা করে বলেন, “ঠিক আছে, আমাদের হ্যালো আর অল্পবয়সী মেয়েদের হাতে হাত!” জবাবে হাসতে হাসতে ভিকি বলেন, “আমি অল্পবয়সী মেয়েদের পা ছুঁই।”
তখনই কৃতি মজার ছলে বলেন, “পা ছুঁলে কিন্তু মার খেতে হবে!”
এরপর কাজল ভিকিকে শেখান জনপ্রিয় গান ‘তওবা তওবা’-এর নাচের স্টেপ। সেই মুহূর্তে হাসির ঝড় ওঠে সেটে। একপর্যায়ে ভিকি বলেন, “আমি তোমাদের দুজনকেই ভয় পাই।” সঙ্গে সঙ্গে টুইঙ্কেল রসিকভাবে বলেন, “আমরা শুধু তোমাকে কাঁচা চিবিয়ে খাব!”
কৃতির ক্রাশ সম্পর্কে জানতে চাইলে তিনি হেসে বলেন, “ইন্ডাস্ট্রির কেউ নন।” টুইঙ্কেল তখন বলেন, “আমি জানি কে, কিন্তু কৃতি বলছে না, তাই আমিও চুপ।”
২০২১ সালের ডিসেম্বরে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। চলতি নভেম্বরেই তাদের পুত্রসন্তানের জন্ম হয়। বলিউডের এই জনপ্রিয় দম্পতির নতুন অতিথিকে নিয়ে এখন আনন্দে ভরা সময় কাটছে। তবে নবজাতকের নাম এখনও প্রকাশ করেননি তারা।




































