বলিউড টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় দম্পতি জয় ভানুশালি ও মাহি ভিজের বিচ্ছেদ নিয়ে কয়েক দিন ধরেই তুমুল আলোচনা চলছে সোশ্যাল মিডিয়া ও বিনোদন অঙ্গনে। এবার নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুললেন অভিনেত্রী মাহি ভিজ, ভাঙলেন নীরবতা।
মাহি বলেন, “জয় আমার পরিবার—এই সমীকরণ কোনোদিন বদলাবে না। সে একজন দারুণ মানুষ এবং অসাধারণ বাবা। তাই আমরা নিজেরা না কিছু বললে, দয়া করে আমাদের ব্যক্তিগত জীবনে কেউ নাক গলাবেন না।”
মাহি জানান, ডিভোর্সের গুঞ্জন শুধু তাদের নয়, সন্তানদের মনেও নেতিবাচক প্রভাব ফেলছে।
তার ভাষায়, “আমার ছেলে একদিন ফোনে একটা নিউজ দেখে আমাকে দেখায়। ভেবে দেখুন, ওরা কেমন অবস্থার মধ্যে আছে! আজকাল প্রতিটি শিশুর হাতেই মোবাইল, ফলে এসব ভুয়া খবরে তাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে। কিছু লাইক বা কমেন্টের জন্য এমন সংবেদনশীল বিষয়ে গুজব ছড়াবেন না।”
ডিভোর্সের জল্পনার মধ্যেই বলিপাড়ায় গুঞ্জন ছড়ায়—মাহি ভিজ নাকি জয় ভানুশালির কাছ থেকে ৫ কোটি রুপি খোরপোশ দাবি করেছেন। তবে এই বিষয়ে অভিনেত্রী কোনো রাখঢাক না রেখে নিজেই পরিষ্কার বক্তব্য দিয়েছেন।
মাহির স্পষ্ট ভাষ্য, “খোরপোশের বিষয়ে আমার মুখ থেকে কিছু না শুনে কারো কথায় কান দেবেন না। আমি বিশ্বাস করি—একজন নারীর উচিত নিজের খরচ নিজে চালানো। আলাদা থাকলেও অর্থনৈতিকভাবে স্বাধীন থাকা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “গৃহবধূদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। যারা বাইরে কাজ করার সুযোগ পাননি, তাদের খোরপোশ নেওয়ার অধিকার আছে। কিন্তু যিনি নিজে পরিশ্রম করে অর্থ উপার্জন করতে পারেন, তার জন্য খোরপোশ নেওয়া অপ্রয়োজনীয়। কারণ টাকার অধিকার সেই নারীর, যিনি নিজের পরিশ্রমে তা অর্জন করেন।”
মাহি ভিজ ও জয় ভানুশালি ছোটপর্দার অন্যতম জনপ্রিয় দম্পতি। তারা একসঙ্গে বিভিন্ন রিয়েলিটি শোতে অংশ নিয়ে আলোচিত হন। প্রায় দেড় দশকের দাম্পত্য জীবনের পর তাদের সম্পর্ক ভাঙনের খবর প্রকাশ্যে আসে। তবে এখন পর্যন্ত জয় ভানুশালি এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।




































