• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২, ১৪ রবিউস সানি ১৪৪৭

মাশরাফিকে দেখে আরও শক্তিশালী হয়ে উঠি, সেই ভালবাসা আজও অটুট: শবনম ফারিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১২:১৩ পিএম
মাশরাফিকে দেখে আরও শক্তিশালী হয়ে উঠি, সেই ভালবাসা আজও অটুট: শবনম ফারিয়া

বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ৪২ বছরে পা রাখলেন ৫ অক্টোবর। তার এই জন্মদিনে এক আবেগময় বার্তা দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া, যেটি শুধু এক ভক্তের ভালোবাসা নয়, বরং একজন প্রত্যয়ী নেতৃত্বকে স্মরণ করার আন্তরিক অভিব্যক্তি।

ফেসবুকে নিজের পোস্টে শবনম ফারিয়া লেখেন— ‘জীবন আমাদের যেখানেই নিয়ে যাক না কেন বা অন্যান্য ক্ষেত্রে আমাদের চিন্তা যতই ভিন্ন হোক না কেন, মাশরাফি আমার কাছে সব সময়ই মার্ভেলাস ক্যাপ্টেন হিসেবেই থাকবেন।’

তিনি জানান, খেলার নিয়ম বোঝার আগে থেকেই বাবার সঙ্গে ক্রিকেট দেখতেন। কিন্তু খেলার প্রতি আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গেই মাশরাফি তার প্রিয় হয়ে ওঠেন—এবং সেই ভালবাসা আজও অটুট।

অভিনেত্রী জানান, ‘১০ বছর বয়স থেকেই আপনার প্রতিটি লেখা ও ছবি সংগ্রহ করা শুরু করি, এখনো তা-ই করি। ৩৪ বছর বয়সেও আমি আপনার জন্য গর্ব করি, ভালোবাসায় উল্লাস করি। কিছু জিনিস কখনোই বদলায় না।’

শবনম ফারিয়া মাশরাফিকে একজন সাহসী বোলার এবং যোদ্ধা অধিনায়ক হিসেবে বর্ণনা করে লিখেছেন— ‘আপনি কেবল একজন ক্রিকেটার নন, আপনি একটা আবেগের নাম, স্থিতিস্থাপকতার প্রতীক। আপনি মনে করিয়ে দেন, জীবন যতবার আমাদের ধাক্কা দিক না কেন, আমরা আরও শক্তিশালী ও সাহসী হয়ে উঠতে পারি।’

পোস্টের শেষদিকে মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন— ‘লড়াই ও অনুপ্রেরণার এই স্মৃতির জন্য ধন্যবাদ। সুস্বাস্থ্য, সুখ এবং সামনের আরো অনেক কিছু—এভাবেই এগিয়ে যান। জন্মদিনের জন্য শুভ কামনা।’

Link copied!