বলিউড-সংশ্লিষ্ট গ্ল্যামার দুনিয়া আর চমকপ্রদ বক্তব্য যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। এবার আলোচনার কেন্দ্রে আনুশা দাণ্ডেকার। নিজের এক পডকাস্টে দেওয়া মন্তব্যে সরাসরি স্বীকার করে নিয়েছেন— প্রাক্তন প্রেমিক করণ কুন্দ্রার সঙ্গে তার সম্পর্কটা আদতে প্রেম ছিল না, বরং ছিল শারীরিক চাহিদা, পার্টি ও সুবিধাবাদী সময় কাটানোর জন্য গড়া এক ‘সিচুয়েশনশিপ’।
সম্প্রতি তার শো থেকে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেন, “আমি করণের সঙ্গে প্রেম করিনি। আমি চাইছিলাম এমন একজন, যে আমার জন্মদিনে থাকবে, উৎসবে থাকবে, আমার পাশে থাকবে — এবং হ্যাঁ, যৌন চাহিদাও মেটাবে।”
তিনি আরও যোগ করেন, “সবারই যৌনতা প্রয়োজন। আপনি কতদিন স্বপ্নের রাজপুত্রের জন্য বসে থাকবেন? কখনও কখনও আপনার জীবনে এমন কেউ দরকার, যিনি ওই সময়টায় কিছু অভাব পূরণ করবেন।”
প্রেম নাকি ব্যবহার?
আনুশার স্বীকারোক্তি অনুযায়ী, করণ কুন্দ্রাকে তিনি ব্যবহার করেছেন ভ্রমণ, পার্টি ও যৌনতার মতো সুবিধার জন্য। এই বক্তব্য সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কেউ কেউ একে বলছেন সাহসী সত্যের উচ্চারণ, কেউ বলছেন ভালোবাসার নামে ব্যবহারের নির্লজ্জ স্বীকৃতি।
অনেকেই প্রশ্ন তুলছেন—
"একটি মানুষের আবেগ নিয়ে এভাবে ব্যবহার করে পরে সেটিকে যুক্তি দিয়ে বৈধতা দেওয়া কি আদৌ নৈতিক?"


































