• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘দেবকে নিয়ে বলছেন না কেন? তিনি তো সবসময় আপনাকে সমর্থন করেছেন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৩:৪৮ পিএম
‘দেবকে নিয়ে বলছেন না কেন? তিনি তো সবসময় আপনাকে সমর্থন করেছেন’

দুর্গাপূজা মানেই কলকাতার চলচ্চিত্র দুনিয়ায় নতুন ছবির বন্যা। এ বছরও চারটি বিগ বাজেট সিনেমা মুক্তি পেয়ে বক্স অফিসে তুমুল প্রতিযোগিতা শুরু করেছে। কিন্তু ছবির ব্যবসা ছাড়াও এবার আলোচনার কেন্দ্রে চলে এসেছেন সুপারস্টার জিৎ, তার এক রহস্যময় পোস্টকে ঘিরে।

বরাবরই বিতর্ক এড়িয়ে চলা এই অভিনেতা হঠাৎই নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন— আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন এবং সতর্ক থাকা।

মাত্র দুটি লাইনের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং টলিপাড়ায় শুরু হয় গুঞ্জন।

অনেকের ধারণা, একাধিক ছবি একসঙ্গে মুক্তি পাওয়ায় যে অস্থিরতা ও দ্বন্দ্ব তৈরি হয়েছে, তার বিরুদ্ধেই মুখ খুলেছেন জিৎ। কেউ বলছেন, এটি ইন্ডাস্ট্রির প্রতি তার ‘সতর্কবার্তা’। আবার অনেকে মনে করছেন, তিনি হয়তো বিশেষ কোনো তারকার পাশে দাঁড়াতে চাইছেন।

তবে নেটিজেনদের একাংশ পোস্টটির সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, এতদিন চুপ ছিলেন, এখন যখন বন্ধুরা বিপাকে পড়েছে তখন হঠাৎ এই পোস্ট কেন?

আরেকজন সরাসরি প্রশ্ন করেছেন, দেবকে নিয়ে কোনো মন্তব্য করলেন না কেন? তিনি তো সবসময় আপনাকে সমর্থন করেছেন।

বিতর্ক বাড়লেও জিৎ এখনো নিশ্চুপ। তিনি স্পষ্ট করে বলেননি, কার পক্ষে বা বিপক্ষে তিনি বার্তাটি দিয়েছেন। ফলে কারও মতে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন, আবার কারও মতে দেবকে সমর্থন করছেন।

পূজার ছবির প্রতিযোগিতা যত তীব্র হচ্ছে, জিতের এই সংক্ষিপ্ত পোস্ট ততই বাড়াচ্ছে রহস্য ও জল্পনা। এখন সবার নজর তার পরবর্তী পদক্ষেপের দিকে।

Link copied!