• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২, ২২ রবিউস সানি ১৪৪৭
রানি মুখার্জি

‘যদি পুরুষরা সন্তান জন্ম দিতো, তারা সবাই পাগল হয়ে যেত’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ১০:৫২ এএম
‘যদি পুরুষরা সন্তান জন্ম দিতো, তারা সবাই পাগল হয়ে যেত’
রানি মুখার্জি

বলিউডে চলমান ‘আট ঘণ্টা কাজ’র বিতর্কে এবার নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন ভারতরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রানি মুখার্জি। কর্মক্ষেত্রে নারী-পুরুষের ভারসাম্য, মাতৃত্বকালীন চ্যালেঞ্জ ও সহানুভূতির অভাব নিয়ে সরব হয়েছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ব্যক্তিজীবন ও কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে রানি জানান, মা হওয়ার পর তিনি কীভাবে সময় সামলেছেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘হিচকি’-র সময় তার কন্যা আদিরা ছিলেন মাত্র ১৪ মাস বয়সী। 

রানি বলেন, আমি প্রতিদিন সকালেই দুধ পাম্প করে বের হতাম, এবং চেষ্টা করতাম দুপুরের মধ্যেই শুটিং শেষ করে বাড়ি ফিরতে। ইউনিট এবং পরিচালকের সহানুভূতির কারণেই এটা সম্ভব হয়েছিল।’

রানি আরও বলেন, বর্তমানে সিনেমার সেটে নির্দিষ্ট সময় ধরে কাজ করার বিষয়টি আলোচনায় এসেছে ঠিকই, কিন্তু অনেক অভিনেত্রী আগে থেকেই এ ধরনের ভারসাম্য রাখার চেষ্টা করে গেছেন। প্রযোজক রাজি থাকলে ৮ ঘণ্টার কাজ সম্ভব। সেটা একান্তই ব্যক্তিগত সমঝোতার বিষয়। কেউ কাউকে জোর করছে না।

আলোচনার একপর্যায়ে নারী-পুরুষের অভিজ্ঞতার পার্থক্য নিয়ে সাহসী মন্তব্য করেন অভিনেত্রী।
তার কথায়, ‘যদি পুরুষদের সন্তান জন্ম দিতে হতো, তারা সবাই পাগল হয়ে যেত। তাদের হাতে এখন অনেক সময়, তাই যুদ্ধ করে বেড়ায়। যদি তাদের শিশু জন্মদানের অভিজ্ঞতা হতো, তাহলে তারা শুধু সন্তান নিয়েই ব্যস্ত থাকত—পৃথিবীতে আর কোনো যুদ্ধই থাকত না।’

রানি মনে করেন, নারী হিসেবে সন্তান জন্মদানের অভিজ্ঞতা এক অনন্য উপলব্ধি—এটি যেন ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি আসার অনুভূতি।

এই অভিনেত্রী বলেন, আমরা একটা জীবন সৃষ্টি করি। এটা যে কী অসাধারণ অনুভূতি, তা ভাষায় বোঝানো যায় না। পুরুষেরা এই অভিজ্ঞতা থেকে বঞ্চিত।

নিজের নারী পরিচয়কে সম্মানের সঙ্গে ধারণ করে রানি বলেন, ‘আমি মেয়ে হয়ে খুব খুশি। আমি আমার নারীসত্তাকে কোনো কিছু দিয়েই বদলাতে চাই না।

রানির এই বক্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, এবং অনেকেই তার ‘সাহসী ও সংবেদনশীল’ অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!