• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭
স্বস্তিকা মুখার্জি

‘কোনদিন যদি একটা বড় বাড়ি করতে পারি, সব কটাকে নিয়ে সংসার করব’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ১০:১৩ এএম
‘কোনদিন যদি একটা বড় বাড়ি করতে পারি, সব কটাকে নিয়ে সংসার করব’

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বরাবরই তার বোল্ড উপস্থিতি, স্পষ্টভাষী মনোভাব ও মুক্তচিন্তার জন্য পরিচিত। বয়স ৪৪ পেরোলেও তার লাবণ্য ও ব্যক্তিত্বের দীপ্তি যেন দিনকে দিন আরও উজ্জ্বল হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই অভিনেত্রী সম্প্রতি এক আবেগঘন পোস্ট করে আবারো মন ছুঁয়েছেন তার ভক্তদের।

পোষ্যদের প্রতি নিজের অতল ভালোবাসা প্রকাশ করে ইনস্টাগ্রামে লেখেন, ‘মাঝরাতে কালুর আদরের শেষ নেই। এক হাজার কথা ওর আমার সঙ্গে, আমারও ওর সঙ্গে। আবার পায়ে লেগেছে... কাল ব্যবস্থা হবে।’

সেখানে শুধুই একটা রাত নয়, উঠে এসেছে তার ভবিষ্যতের স্বপ্নও—সব পোষ্যদের নিয়ে একসঙ্গে সংসার করার ইচ্ছা।

 ‘খালি ভাবি কোনদিন যদি ঈশ্বরের আশীর্বাদে একটা বড় বাড়ি করতে পারি, সব কটা কে নিয়ে সংসার করব’—এমনটাই জানিয়েছেন স্বস্তিকা।

তিনি আরও লেখেন, ‘কত কত ভালোবাসা দেওয়ার আছে ওদের। খালি একটু শুনতে হবে, ব্যাস! পূজা আসছে আসছে, এটাই ভালো। এলেই কেমন যেন শেষ হয়ে যায়। আজ মন কেমনের রাতে এই কালু-ভুলুরাই আছে সঙ্গ দেওয়ার। যারা ওদের ভালোবাসে, তাদের জানাই অফুরান ভালোবাসা।’

এই পোস্টে তার পোষ্যদের প্রতি যে গভীর টান, মমতা আর একাকিত্বের রাতগুলোয় তাদের সঙ্গ যে কতটা নির্ভরতা এনে দেয়—তা যেন খুব সহজ ভাষায় অনুভব করিয়ে দিয়েছেন ভক্তদের।

অনেকেই কমেন্টে তাকে শুভকামনা জানিয়েছেন এবং তার পোষ্যদের প্রতি ভালোবাসায় সিক্ত হয়েছেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!