• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

কোথাও যেতে মন চায় না, এবার বাসায় সময় কাটাব : অপু বিশ্বাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১০:২৬ এএম
কোথাও যেতে মন চায় না, এবার বাসায় সময় কাটাব : অপু বিশ্বাস

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে সারা দেশে। আজ সোমবার মহাসপ্তমী। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দিরে সকাল থেকেই চলছে পূজার আনুষ্ঠানিকতা। তবে পূজার এই উচ্ছ্বাসের মধ্যেও কোথাও যাচ্ছেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

অভিনেত্রীর এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ব্যক্তিগত কারণ। দীর্ঘদিন আগে বাবা-মাকে হারানোর শূন্যতা পূজার সময়ে আরও গভীরভাবে তাকে নাড়া দেয়।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, পূজার দিনগুলোতে মা-বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে। তাদের অভাব কোনো দিন পূরণ হবে না। প্রতিদিনই মিস করি, তবে পূজার সময়টা কষ্টটা আরও বেশি হয়ে ওঠে। তাই এবার কোথাও যাব না, বাসাতেই সময় কাটাব।

অপু বিশ্বাস জানান, শৈশবের পূজার দিনগুলো আজও তার কাছে অমূল্য স্মৃতি। বগুড়ায় বেড়ে ওঠা এই নায়িকা বলেন, তখন বাবা, কাকা, মা আর আত্মীয়-স্বজন সবাই একসঙ্গে থাকতাম। পূজার সময় বাড়ি উৎসবে মুখর হয়ে উঠত। সেই দিনগুলো ভীষণ মিস করি।

অভিনয়ে নিয়মিত না হলেও সম্প্রতি ‘লাল শাড়ি’ সিনেমায় দেখা গেছে তাকে। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এ ছবিটি তিনি প্রযোজনা ও অভিনয় দুটোই করেছেন। এতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক নিরব।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!