• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
তাহসান খান

‘নতুন করে আর ভালোবাসা না পেলেও হবে, সাধারণ একটা জীবনে ফিরে যেতে চাই’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০২:৩১ পিএম
‘নতুন করে আর ভালোবাসা না পেলেও হবে, সাধারণ একটা জীবনে ফিরে যেতে চাই’

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান পেশাদার মঞ্চজীবনের ২৫ বছর পূর্তির মুহূর্তে ঘোষণা করলেন, এটি তার শেষ ট্যুর। মেলবোর্নের কনসার্টে ভক্তদের সামনে রোববার সন্ধ্যায় জানান তিনি নতুন গান রিলিজ, কনসার্ট—সবকিছু থেকেই স্থায়ীভাবে সরে দাঁড়াচ্ছেন।

কনসার্টের দিনই গান থেকে সরে আসার সিদ্ধান্তকে নিশ্চিত করে দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে তাহসান বলেন, ‘এইটাই শেষ কনসার্ট ট্যুর। ঢাকায় দু-একটা ইভেন্ট আগে থেকেই কমিটমেন্ট আছে—সেগুলো শেষ করে সংগীতজীবনের ইতি টানছি।”

তিনি জানিয়েছেন, বহুদিন থেকেই মনে হচ্ছিল বিদায় নেওয়া প্রয়োজন এবং এবারই সময়টি “ঠিক” মনে হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “সূর্যের মধ্যগগনে থাকা অবস্থায় প্রস্থান শ্রেয়”—এই বিশ্বাস থেকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। মঞ্চ ও পাবলিক লাইফের ভার ও টক্সিসিটিকে বিবেচনা করে তিনি বলেন, পাবলিক ফিগার হিসেবে থাকা আর আগ্রহ নেই—এবং সামাজিক যোগাযোগমাধ্যমও তিনি বিরক্তিকর বর্ণনা করেছেন।

তাহসান জানান, তার ফেসবুক ও ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেটেড করা হয়েছে—“আমি চাই মানুষ আমাকে আস্তে আস্তে ভুলে যাক।”

সাংগীতিক দিক থেকে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এখন পর্যন্ত তিনটি গান তৈরি আছে, কিন্তু সেগুলো আর স্থায়ভাবে রিলিজ করবেন না—শুধু 'পোরসেলিনা তাহসান’স প্লেলিস্ট' প্রকল্পের একটি চূড়ান্ত গানই সম্ভবত প্রকাশিত হবে। এরপর আর কোনো নতুন গান প্রকাশ করবেন না এবং স্টুডিও/অনলাইনেও নিয়মিত শোনা যাবে না।

তিনি বলেন, “মঞ্চে অথবা মঞ্চের বাইরে যতটুকু দিয়েছি, দিয়েছি — আর কিছু দেওয়ার নেই মনে হচ্ছে। আর ভালোবাসা এই ২৫ বছরে এত পেলাম, সেই ভালোবাসার ভাণ্ডার নিয়েই বেঁচে থাকতে পারব।”

এর আগে তাহসান অভিনয় থেকে বেশ আগে ইতি টেনেছেন এবং এবার গানের ইতি টানায় তিনি পুরোপুরি বিনোদন অঙ্গন থেকে প্রত্যাহার নেন বলে জানান। বিনোদন-অঙ্গনের আড্ডা, সাক্ষাতকার—সব কিছুই এখন তিনি কমিয়ে দেবেন; এ সাক্ষাৎকারটিকেই তিনি “এটাই আমার শেষ সাক্ষাৎকার” হিসেবে চান বলেও উল্লেখ করেছেন।

তাহসান বলেন, ২৫ বছরের এ সংগীত যাত্রায় কোনো আফসোস নেই—প্রত্যাশার চেয়ে প্রাপ্তি অনেক বেশি ছিল।

চলতি বছরের শুরুতে শিল্পী তাহসান ও রোজা আহমেদের দাম্পত্য জীবন শুরু হয়েছে; ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ে সময় দিতে চান তিনি—কিন্তু সেগুলো “একান্তই ব্যক্তিগত” বলে বড় করে কিছু বলবেন না। সূত্র: প্রথম আলো

Link copied!