• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

প্রথমবার ঋতুপর্ণার সঙ্গে নাচবেন জায়েদ খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০২:১২ পিএম
প্রথমবার ঋতুপর্ণার সঙ্গে নাচবেন জায়েদ খান

প্রথমবারের মতো জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে নাচতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান। তবে এই বিশেষ আয়োজন কেবল উপভোগ করতে পারবেন নিউ ইয়র্কে বসবাসরত বাঙালিরা।

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের বিখ্যাত টাইমস স্কয়ারে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে বাঙালিদের অন্যতম বৃহৎ এই সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবছরের মতো এবারও ভারত ও বাংলাদেশের শিল্পীরা এক মঞ্চে পারফর্ম করবেন।

নিউ ইয়র্কের পূজা আয়োজক কমিটি জানিয়েছে, এ বছরের অন্যতম বড় আকর্ষণ হবে ঋতুপর্ণা ও জায়েদ খানের যুগল নাচ। আয়োজকরা একে বলছেন ‘বিগ ব্রেকিং’।

এ বিষয়ে নিউ ইয়র্ক থেকে জায়েদ খান বলেন, ‘প্রথমবারের মতো ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ শেয়ার করতে যাচ্ছি। ইতোমধ্যে তাঁর সঙ্গে নিউ ইয়র্কে আমার দেখা হয়েছে। আয়োজক কমিটি এবারের দুর্গাপূজায় নানা চমক রেখেছে, তার একটি হলো আমাদের যুগল পরিবেশনা। আশা করি, দুই বাংলার মানুষ উপভোগ করবেন।’

তিনি আরও যোগ করেন, ‘এই খবর জানার পর অনেকে ফোন করছেন। অনেকেই পছন্দের গান বেছে দিচ্ছেন। সুযোগ পেলে আমরা জনপ্রিয় গান ‘সাগরিকা’–তে নাচতে পারি। এবার নিউ ইয়র্কের পূজা হবে সত্যিই জমজমাট।’

আগামী ৪ অক্টোবর টাইমস স্কয়ারের মঞ্চে একসঙ্গে হাজির হবেন দুই বাংলার দুই তারকা—ঋতুপর্ণা ও জায়েদ খান।

Link copied!