অভিনয় ছাড়ার পর সংগীত ক্যারিয়ার থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জনপ্রিয় শিল্পী তাহসান রহমান খান। এই খবর এখন টপ অব দ্য টাউন। সামাজিক মাধ্যমহ সব জায়গায় এখন এই আলোচনাই চলছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত এক কনসার্টে তাহসান জানান, এটিই তার জীবনের শেষ সংগীত সফর।
তাহসান মঞ্চে বলেন, “সারা জীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই ‘দূরে তুমি দাঁড়ায়ে’, দেখতে কেমন লাগবে!”
তার এই ঘোষণা শুনে ভক্তরা হতাশ হলেও সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানামুখী প্রতিক্রিয়া। কেউ দুঃখ প্রকাশ করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন এ সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে।
এদিকে এ প্রসঙ্গে পরিচিত সংগীতশিল্পী অনন্যা আচার্য সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “তাহসান তো অভিনেতা হিসেবে ঠিক ছিলেন। কিন্তু তাকে গান করতেই হলো কেন? স্যরি টু সে… তাকে কখনো গায়ক বলে মনে হয়নি।”
অনন্যার এ মন্তব্যকে ঘিরে তৈরি হয় সমালোচনা। পরে তিনি ফের ব্যাখ্যা দিয়ে জানান, “নিজস্ব মত প্রকাশের অধিকার সবারই আছে। আমি আমার মতামত জানিয়েছি। এতে কারও আঘাত লাগলে আমার করার কিছু নেই।”