৪৪ বছর বয়সেও আমি ভীষণ হট: স্বস্তিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:২৫ এএম
৪৪ বছর বয়সেও আমি ভীষণ হট: স্বস্তিকা

টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন লুকে হাজির হন। এবার ৪৪ বছর বয়সেও হট দাবি করেছেন স্বস্তিকা। রোববার (৭ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি পোস্ট করে এই কথা লিখেছেন তিনি।

স্বস্তিকা লিখেছিলেন, ৪৪ বছর বয়সেও আমি ভীষণ হট। জেঠু মার্কা কিছু লোকজন এসে আমাকে বলে, আমার বয়স হয়ে গেছে। আরে মশাই, যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও তো নির্লজ্জই থাকবে। মহা ঝামেলা তো। কাল একটা দারুণ রিল পোস্ট করেছিলাম, তাতে একজন ফিল্টারে মোড়া ট্যারা মুনমুনদি আমাকে জোকার বলল।

তিনি আরও লিখেছেন, আমি আজকাল এদের ট্রলকারী বলে সম্মান দিতে চাই না। এগুলো আমার কাছে খোরাক। My stress buster. I love it. এরকম চরম লেভেলের এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায় না। মানুষ আমাদের এন্টারটেনার বলে থাকে, আমি ভাই এদের কাছে ডাহা ফেল।

স্বস্তিকার একটি ছবিতে ধর্মেন্দ্র মন্ডল নামে জনৈক এক ব্যক্তি কমেন্ট করে লেখেন, অনেক বয়স হয়ে গেছে, এবারে অন্তত ভগবানের সংকীর্তন কর, ভগবানকে কৈফিয়ত দিতে মুশকিল হয়ে যাবে, তিনি সবই দেখতে পাচ্ছেন, ভালো কাজ, খারাপ কাজ, একটু ভালো কাজ করে যান, দেখবেন শান্তি পাবেন।’

ওই ব্যক্তির কমেন্টের জবাবে একটি পোস্টে স্বস্তিকা লিখেছেন, এই যে ধর্মেন্দ্র বাবু। আমাকে অলরেডি কেওড়াতলা পাঠিয়ে দিয়েছেন। মানে আমি অন দ্য ওয়ে। রাসবিহারীতে আটকে আছি। আর বেশি সময় নেই। 

‘৪০ হয়ে গেছে মানেই তো নারীদের ডাক এসে গেছে ওপার থেকে। কিন্তু দেখুন ওনার খাতায় আমার অলরেডি টাইম, কিন্তু এই শেষের সময়ও আমি কিসের শান্তি পাব সেটা এই ধর্মেন্দ্র বাবু ডিসাইড করে দেবেন।’

তিনি আরও বলেন, ওনার সঙ্গে ভগবানের সরাসরি যোগাযোগ রয়েছে। ভগবানই ওনাকে পাঠিয়েছেন। ভাইলোক কাল যদি পটকে যাই এনাকে ধরবেন। ইনি আমার মৃত্যুর জন্য ভগবানের সঙ্গে ষড়যন্ত্র করেছেন। (হাসির ইমোজি)। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!